HighlightNewsআন্তর্জাতিক

ইউক্রেন থেকে হামাস পশ্চিমা আধুনিক অস্ত্রসস্ত্র কিনেছে! বিস্ফোরক অভিযোগ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের

টিডিএন বাংলা ডেস্ক: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, পশ্চিমা দেশগুলো ইউক্রেনে যেসব সমরাস্ত্র পাঠিয়েছে তার কিছু অস্ত্র ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে চলে গেছে। তিনি বলেন, ইউক্রেন সরকারের পরিকল্পনায় এসব অস্ত্র হামাসের হাতে যায়নি বরং ইউক্রেনের দুর্নীতিগ্রস্ত সরকারি কর্তকর্তারা অর্থের বিনিময়ে পশ্চিমা অস্ত্রসস্ত্র কালোবাজারে বিক্রি করে দিয়েছে যা হামাসের হাতে চলে গেছে।

পুতিন শুক্রবার কিরঘিজিস্তানের রাজধানী বিশকেকে এক সংবাদ সম্মেলনে আরো বলেন, ইউক্রেন থেকে হামাসকে অস্ত্র দেয়া হচ্ছ বলে আমি মনে করি না। তবে আমি এ বিষয়ে নিশ্চিত যে, সরকারি কর্তকর্তাদের দুর্নীতির কারণে ইউক্রেন থেকে অস্ত্র চুরি হয়ে বাইরে চলে যাচ্ছে। পুতিন বলেন, আমরা জানি যে, ইউক্রেনে দুর্নীতির মাত্রা অত্যন্ত বেশি। যখন অস্ত্রের ক্রেতার সংখ্যা অত্যধিক বেড়ে যায় তখনই কালোবাজার সৃষ্টি হয়। আর ইউক্রেনে যারা বিক্রি করতে চায় তাদের সংখ্যা অত্যধিক বেড়ে গেছে।

রুশ প্রেসিডেন্ট আরো স্পষ্ট করে বলেন, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর মাধ্যমে ইউক্রেনীয়রা যে আন্তর্জাতিক বাজারে অস্ত্র বিক্রি করে আসছিল তাতে কোনো সন্দেহ নেই। পুতিন বলেন, এমনকি তারা রাশিয়ার কাছেও পশ্চিমাদের কাছ থেকে পাওয়া অস্ত্র বিক্রি করেছে। আর তারা যখন রাশিয়ার কাছে অস্ত্র বিক্রি করতে পারে তখন আমাকে তাদের আর কোনো আচরণ বিস্মিত করে না। সূত্র- পার্সটুডে

Related Articles

Back to top button
error: