HighlightNewsদেশ

হাপুরের ইউপিএসআইডিসি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৬, আটকে রয়েছে বহু শ্রমিক

টিডিএন বাংলা ডেস্ক: উত্তরপ্রদেশের হাপুর জেলায় একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে পুলিশ ও দমকল বাহিনী। উদ্ধার কার্য চলছে। হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে আহতদের। শেষ পাওয়া খবর পর্যন্ত ঘটনাস্থল থেকে ৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করছেন দমকল কর্মীরা। কারখানার ভেতরে এখনো বহু শ্রমিক আটকে রয়েছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, যে ৬ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে তাঁরা পুড়ে যাওয়ার কারণে এবং শ্বাসরোধ হয়ে মারা গিয়েছেন। দমকল বাহিনীকে সাহায্য করতে উদ্ধার কাজে নেমে পড়েছেন পুলিশকর্মীরাও।

Related Articles

Back to top button
error: