HighlightNewsদেশ

সব জল্পনাকে সত্যি করে বিজেপিতে যোগ দিলেন হার্দিক প্যাটেল

টিডিএন বাংলা ডেস্ক: সব জল্পনা সত্যি করে শেষ পর্যন্ত বিজেপিতে যোগ দিলেন হার্দিক প্যাটেল। বৃহস্পতিবার দুপুর ১২.৩৯ নাগাদ বিজেপিতে যোগ দেন হার্দিক। যোগদানের আগে রোড শো করে হার্দিক বলেন, ঘরে ফিরে এসেছেন তিনি। গুজরাটের বিখ্যাত পাটিদার নেতা হার্দিক প্যাটেল আজ বিজেপিতে যোগ দিলেন। এর আগে রাজ্য সভাপতি সি আর পাটিলের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন কংগ্রেস নেত্রী শ্বেতা ব্রহ্মভট্ট। বিজেপিতে যোগ দেওয়ার আগে হার্দিক কোবা এলাকা থেকে বিজেপি অফিস ‘কমলম’ পর্যন্ত একটি রোড শো করেন। এর পরে, দুপুর ১২:৩৯ নাগাদ কমলমে রাজ্য সভাপতি সিআর পাটিলের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগদান করেন হার্দিক। এ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে তিনি বলেন,”আমি বিজেপিতে যোগ দিইনি, তবে এটা আমার ঘরে ফেরা।” রাজ্য সভাপতি সিআর পাটিল শ্বেতা ব্রহ্মভট্টের বিজেপিতে প্রবেশ করলেন।

বিজেপিতে যোগ দেওয়ার আগে একটি ট্যুইট করে হার্দিক লিখেছিলেন,”জাতীয় স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, জনস্বার্থ এবং সামাজিক স্বার্থের অনুভূতি নিয়ে, আমি আজ থেকে একটি নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। ভারতের সফল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে জাতির সেবার কাজে আমি একজন ক্ষুদ্র সৈনিক হিসেবে কাজ করব।”
বিজেপিতে যোগ দেওয়ার আগে। হার্দিক একটি পোস্টার প্রকাশ করেন। ওই পোস্টারে বলা হয়, এদিন সকাল ১২টায় বিজেপিতে যোগদানের কর্মসূচি অনুষ্ঠিত হবে। এদিন বিজেপিতে যোগদানের আগে নিজের বাসভবনে দুর্গা পূজা করেন সস্ত্রীক হার্দিক। দুর্গাপূজার পর, হার্দিক স্বামীনারায়ণ মন্দিরে গিয়ে গরু পূজা করতেও দেখা যায় হার্দিককে।

এদিন হার্দিক বলেন,”আজ পর্যন্ত পদের লোভে কোথাও কোনো ধরনের দাবি করিনি। কংগ্রেসেও আমি কাজ চেয়ে ছেড়েছি এবং বিজেপিতেও কাজ করার অঙ্গীকার নিয়ে যোগ দিচ্ছি। দুর্বল মানুষ অবস্থান সম্পর্কে উদ্বিগ্ন হয়। শক্তিশালী লোকেরা অবস্থান নিয়ে কখনই চিন্তা করে না।” তিনি আরো বলেন,”খুব শীঘ্রই প্রতি ১০ দিনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে যাতে কংগ্রেস দলের প্রতি ক্ষুব্ধ বিধায়ক, জেলা পঞ্চায়েত বা তহশিল পঞ্চায়েতের সদস্য, পৌর কর্পোরেশনের সদস্যদের সংযুক্ত করা হবে।”

Related Articles

Back to top button
error: