HighlightNewsআন্তর্জাতিক
দক্ষিণ মেরুতে দীর্ঘতম একক যাত্রার রেকর্ড গড়লেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মেডিক্যাল আর্মি অফিসার হরপ্রীত চান্ডি
টিডিএন বাংলা ডেস্ক: ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ মেডিক্যাল আর্মি অফিসার হারপ্রীত চান্ডি ওরফে পোলার প্রীত কোনো সাহায্য ছাড়াই একা দক্ষিণ মেরুতে দীর্ঘতম ভ্রমণের রেকর্ড গড়েছেন। ২০২৩ সালের জানুয়ারিতে, তিনি একাই অ্যান্টার্কটিকায় যাত্রা শেষ করেছেন। গত বছর ২০২২ সালের জানুয়ারিতে, তিনি দক্ষিণ মেরুতে একা ভ্রমণকারী প্রথম এশীয় মহিলার খেতাব অর্জন করেছিলেন।