কোভ্যাকসিনের প্রথম টিকা নিলেন হরিয়ানার স্বাস্থ্যমন্ত্রী অনিল বিজ

ছবি সৌজন্যে: অনিল বিজ ফেসবুক।

টিডিএন বাংলা ডেস্ক: কোভ্যাকসিনের হিউম্যান ট্রায়ালের পরীক্ষায় স্বেচ্ছাসেবী হিসেবে টিকা নিলেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী অনিল বিজ। ভারত বায়োটেক এবং ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ কাউন্সিলের দাবি অনুযায়ী কোভ্যাকসিনের তৃতীয় চলনের পরীক্ষা আজ থেকে শুরু হয়ে গেছে। স্বাস্থ্যমন্ত্রী অনিল ব্রিজ আগেই ঘোষণা করে দিয়েছিলেন যে কোভ্যাকসিনের ট্রায়াল’ পর্বের পরীক্ষায় ভলেন্টিয়ার হিসেবে ডাক্তারদের নিরীক্ষণে এই টিকা নিজের শরীরে প্রয়োগ করবেন তিনি। ইতিমধ্যেই ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় চরণের হিউম্যান ট্রায়াল সফল হয়েছে বলে জানা গেছে।প্রথম এবং দ্বিতীয় চরণের হিউম্যান ট্রায়াল’ পড়বে প্রায় এক হাজার স্বেচ্ছাসেবীর শরীরে এই টিকা প্রয়োগ করা হয়। এই ভ্যাকসিন এর তৃতীয় চরণের পরীক্ষায় দেশের মোট ২৫ টি কেন্দ্রের ২৬ হাজার মানুষের শরীরে প্রয়োগ করা হবে। এটাই ভারতের করোনা ভ্যাকসিনের সবথেকে বড় হিউম্যান ট্রায়াল। পরীক্ষা চলাকালীন স্বেচ্ছাসেবীদের শরীরে ২৮ দিনে মোট দুবার ইন্ট্রামাসকুলার ইনজেকশন দেওয়া হবে। তৃতীয় পর্যায়ের এই হিউম্যান ট্রায়ালে অংশগ্রহণকারীদের বয়স ১৮ বছরের বেশি হতে হবে।