টিডিএন বাংলা ডেস্ক: হরিয়ানার নুহ জেলার পরিস্থিতি ফের অস্থির হয়ে উঠেছে। এ মাসের গোড়ায় নুহ-সহ হরিয়ানার বিভিন্ন এলাকায় সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার জেরে বিশ্বহিন্দু পরিষদের ব্রিজমণ্ডল শোভাযাত্রায় আর অনুমতি দেয়নি সেখানকার বিজেপি সরকার।
শনিবার থেকে সোমবার রাত ১২’টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। বলবৎ আছে ১৪৪ ধারা। মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর বলেছেন, আগের ঘটনা থেকে শিক্ষা নিয়েই প্রশাসন চলতি পদক্ষেপগুলি করেছে। তিনি বলেন, ব্রিজমণ্ডল শোভাযাত্রার অনুমতি নেই। তবে ভক্তরা মন্দিরে পুজো দিতে পারেন। যদিও হরিয়ানা সরকারে সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে বিশ্বহিন্দু পরিষদের নেতা বিনোদ বনসল ঘোষণা করেছেন, সোমবার বেলা ১১’টা থেকে ব্রিজমণ্ডল শোভাযাত্রা শুরু হবে। তাঁর বক্তব্য, ধর্মীয় শোভাযাত্রার জন্য অনুমতি নেওয়ার প্রশ্ন ওঠে না। শোভাযাত্রা হবেই।
ভিএইচপি নেতার ঘোষণার পর নুহ জেলা নিয়ে চিন্তা বেড়েছে প্রশাসনের। গত ৩১ জুলাই ব্রিজমণ্ডল শোভাযাত্রাকে কেন্দ্র করেই তুমুল সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটে। ছয়জন মারা যান। নুহর ঘটনার জেরে গুরুগ্রামে একটি মসজিদে জনতা আগুন ধরিয়ে দিলে এক কমবয়সি ইমাম মারা যান। আগুন ধরিয়ে দেওয়া হয় অসংখ্য ঘরবাড়ি, গাড়ি, দোকান-বাজারে। এদিকে, দাঙ্গা দমনের নামে হরিয়ানা সরকার সংখ্যালঘুদের উপর নিপীড়ন করেছে বলে অভিযোগ ওঠে। বুলডোজার দিয়ে রাস্তার পাশে থাকা বহু ঘরবাড়ি প্রশাসন ভেঙে দেয়। ক্ষতিগ্রস্থদের বেশিরভাগই বাঙালি। ধর্ম বিদ্বেষের কারণে তাদের উপর হামলা করা হয় বলে অভিযোগ আক্রান্ত সংখ্যালঘুদের।
ভিএইচপি দিন কয়েক আগে ঘোষণা করে ৩১ জুলাই গোলমালের ফলে ব্রিজমণ্ডল শোভাযাত্রা শেষ করা যায়নি। ফের তা ২৮ অগস্ট হবে। ৩১ জুলাই শোভাযাত্র থেকে উস্কানিমূলক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে গোলমালের সূত্রপাত হয়। মিছিলে স্থানীয় মুসলিমদের একাংশ হামলা চালায় বলে অভিযোগ। নুহ হরিয়ানার একমাত্র মুসলিম বহুল এলাকা। সেখানকার শিব মন্দিরে প্রতি বছর শ্রাবণ মাসে হিন্দুরা শিবের মাথায় জল ঢালার উৎসব করে থাকে। বিশ্বহিন্দু পরিষদ সেই উপলক্ষ্যে যে মিছিলের আয়োজন করে সেটাই ব্রিজমণ্ডল শোভাযাত্রা।
৩১ জুলাইয়ের হিংসার ঘটনার পর থেকেই নুহতে ১৪৪ ধারা জারি আছে। সামাজিক মাধ্যমে হিংসা-বিদ্বেষ-ঘৃণা ছড়ানো বন্ধে জেলা প্রশাসন শনিবার থেকে সোমবার রাত ১২’টা পর্যন্ত ইন্টারনেট পরিষেবাও বন্ধ রেখেছে। সেই সঙ্গে হিংসা আটকাতে শোভাযাত্রায় অনুমতি দেয়নি প্রশাসন। কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণাকে উড়িয়ে দিয়ে ভিএইচপি নেতা জানিয়ে দিয়েছেন, ব্রিজমণ্ডল শোভাযাত্রা হবেই। ফলে সোমবার নুহ’র পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। সূত্র – দ্য ওয়াল