HighlightNewsদেশ

২ মুসলিম হত্যা মামলায় হিন্দুত্ববাদী জঙ্গি মনু মানেসারকে গ্ৰেফতার করে রাজস্থান পুলিশের কাছে হস্তান্তর করছে হরিয়ানা পুলিশ

টিডিএন বাংলা ডেস্ক: রাজস্থানের দুই মুসলিম পুরুষকে হত্যার এবং জুলাই মাসে নুহতে সহিংসতা উসকে দেওয়ার অভিযোগে পলাতক থাকা গো-রক্ষক এবং হিন্দুত্ববাদী জঙ্গি মনু মানেসারকে আজ মঙ্গলবার গ্রেপ্তার করেছে হরিয়ানা পুলিশ। তথ্য প্রযুক্তি আইনের জামিনযোগ্য ধারায় মানেসারকে গ্রেপ্তার করা ছিল পুলিশ। সূত্রের খবর, আজ সন্ধ্যার মধ্যে তার জামিন পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং রাজস্থান পুলিশ তাকে ডাবল মার্ডার মামলায় হেফাজতে নেবে।

রাজস্থানের ভরতপুরের দুই মুসলিম পুরুষের লাশ এই বছরের ফেব্রুয়ারিতে হরিয়ানার ভিওয়ানিতে একটি গাড়ির ভিতরে পোড়ানো অবস্থায় পাওয়া গিয়েছিল। এই ভয়াবহ হত্যাকাণ্ডের পিছনে মূল পান্ডা হিসাবে মানেসারের নাম উঠে আসে। গত মাসে নুহতে মুসলিম বিরোধী সহিংসতায় উসকানি দেওয়ার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। সূত্র- মাকতুম মিডিয়া

Related Articles

Back to top button
error: