পদ্মফুল-ঘাসফুলের পরাগ রেণুর কি মিলন হয়েছে? : অধীর চৌধুরী

টিডিএন বাংলা ডেস্ক : রাজ্য সরকারের বিরুদ্ধে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর করা মেট্রো ডেয়ারির শেয়ার সংক্রান্ত একটি মামলার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের কটাক্ষের উত্তরে অধীর চৌধুরী বললেন, “পদ্মফুল-ঘাসফুলের পরাগ রেণুর কি মিলন হয়েছে?” তার এই মন্তব্যের পর বাকবিতর্কে জড়িয়ে পরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা একে ওপরের বিরুদ্ধে বিজেপির সঙ্গে যোগসাযোগের অভিযোগ তুলেছেন।

জানাগিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী রাজ্য সরকারের বিরুদ্ধে রাজ্যের কোষাগারের আর্থিক ক্ষতি করে মেট্রো ডেয়ারির শেয়ার হস্তান্তরের অভিযোগ এনে তার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছিলেন। তাঁর করা সেই মামলার প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্টকে সিবিআই জানিয়েছে, ওই অভিযোগের তদন্ত করতে তারা প্রস্তুত। এই ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে কটাক্ষ করে বলা হয়, ‘হাতের উপরে পদ্ম নাকি পদ্মের উপরে হাত, বোঝা যাচ্ছে না!’ সেই কটাক্ষের উত্তরে পাল্টা কটাক্ষ করে অধীর চৌধুরী বলেন, ‘‘নারদ-কাণ্ডে লালকৃষ্ণ আডবাণী সংসদের এথিক্স কমিটির একটি বৈঠকও ডাকেননি। তাঁর বিরুদ্ধে তৃণমূল নেত্রী একটি কথাও বলেননি। তা হলে কি পদ্মফুল-ঘাসফুলের পরাগ রেণুর মিলন হয়েছে?’’

বহু দিন থেকেই সিবিআইকে নরেন্দ্র মোদীর সরকার রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে বলে সর্বভারতীয় কংগ্রেস সহ সমস্ত বিরোধী দলগুলি অভিযোগ করে আসছেন। আথচ সেই দলেরই প্রদেশ সভাপতি কী করে সিবিআইয়ের উপরে ভরসা করছেন বলে খোঁচা দিয়েছে তৃণমূল। তারই জবাব দিয়ে বুধবার অধীরবাবু বলেছেন, ‘‘সিবিআইয়ের উপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনাস্থা বা আমাদের আস্থার ব্যাপার এটা নয়। কর্মরত বিচারপতিকে দিয়ে তদন্তের দাবি জানিয়ে মামলা করেছিলাম। আর্থিক দুর্নীতির অভিযোগ বলে ইডি-কে যুক্ত করার কথা বলা হয়েছিল। এ বার সিবিআই আসবে কি না, সেটা আদালতের ব্যাপার।’’ কেন্দ্রীয় সংস্থার মাধম্যে তদন্তের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত রাজ্যের কোনও সংস্থা করলে বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন থাকবে বলেই বিরোধী দল হিসেবে তাঁরা আদালতে গিয়েছিলেন। সেই সূত্রেই কেন্দ্রীয় সংস্থার যোগ এসেছে। অবশ্য তৃণমূল নেতা তাপস রায় বলেছেন, ‘‘এ সব করে কংগ্রেসের কী পরিণতি হয়েছে, এ রাজ্যে দেখাই যাচ্ছে! তার পরেও ওদের শিক্ষা না হলে কী করা যাবে?’’