দুটি প্রাণ বাঁচানোর তাগিদে বিরল গ্রূপের রক্ত দিতে ৬০ কিমি পাড়ি হাসিবুলের

নিজস্ব প্রতিনিধি, টিডিএন বাংলা, নদীয়া: একদিকে চলছে গ্রীষ্মের প্রখর তাপদাহ। অন্যদিকে ব্লাড ব্যাংক গুলিতে চলছে চরম রক্ত সঙ্কট। ঠিক এই পরিস্থিতিতে ৬০ কিমি ছুটে গিয়ে রক্তদানের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন রক্তদাতা হাসিবুল। সেই সঙ্গে বাঁচল দুটি প্রাণও।

জানা গেছে, তিন দিন আগে তেহট্ট মহকুমা হাসপাতালে ভর্তি হন বার্নিয়ার এক প্রসূতি মা। ডাক্তার জানান, সিজারের জন্য বিরল গ্রূপের এ নেগেটিভ রক্ত লাগবে। কিন্তু ব্লাড ব্যাঙ্ক রক্ত শুন্য থাকায় চিন্তায় পড়ে যায় পরিজনরা। এদিক ওদিক ছোটাছুটি করেও মেলাতে পারেনি ওই গ্রূপের রক্ত। শেষমেষ ইমার্জেন্সি ব্লাড সার্ভিস সংস্থার মাধ্যমে খবর পান ডোমকলের যুবক হাসিবুল মোল্লা।

খবর পেয়েই মানবতার টানে তিনি রক্ত দিতে সম্মত হন। হাসিবুলকে সঙ্গে নিয়ে তেহট্ট ব্লাড ব্যাংকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন ‘প্রত্যাশা ফাউন্ডেশনে’র সদস্যরা। এদিন রক্ত পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন পরিজনেরা। জন্ম হয় এক ফুটফুটে নবজাতকের। আপাতত সুস্থ মা ও সদ্যজাত।

এদিন ১০ম রক্তদানের শেষে মানব কল্যাণে রক্তদান সংস্থার সদস্য হাসিবুল মোল্লা জানান, ‘মানুষের বিপদ শুনলেই রোদ বৃষ্টি উপেক্ষা করেই আমাদের ছুটতে হয়। আর একাজে তো মহান স্রষ্টা আমাদের তাগিদ দিয়েছেন। আমার রক্তদানের মাধ্যমে যদি কারও মুখে হাসি ফোটে এর চেয়ে আনন্দের আর কি হতে পারে। আমরা চাই ভয় কাটিয়ে রক্তদানের মত মহৎ কাজে এগিয়ে আসুক সবাই।’