Highlightদেশ

তিনি ইডি-সিবিআই এড়াতে চান, তাঁর প্রচেষ্টা প্রধানমন্ত্রী মোদিকে খুশি করার জন্য, মমতাকে কটাক্ষ অধীরের

টিডিএন বাংলা ডেস্ক: সম্প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘রাহুল গান্ধী বিরোধী দলের নেতা থাকলে নরেন্দ্র মোদিকে কেউ টার্গেট করতে পারবে না’। এবার, মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যকে কটাক্ষ করে পাল্টা জবাব দিলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, মোদীজির নির্দেশেই মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি চুক্তি হয়েছে। তাঁদের উদ্দেশ্য কংগ্রেস এবং রাহুল গান্ধীকে ধ্বংস করা এবং তাঁদের ভাবমূর্তি ক্ষুণ্ন করা। তাঁর স্লোগান বদলে গেছে, তিনি ইডি-সিবিআইকে এড়াতে চান। যেই কংগ্রেসের বিরোধিতা করবে, তার ওপরেই খুশি হবেন মোদি। তাঁর সবচেয়ে বড় চেষ্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুশি করা।
অধীরের দাবি, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন মে এবং জুনে অনুষ্ঠিত হতে পারে, যার আগে ২ হাজার তৃণমূল এবং বিজেপি কর্মী মুর্শিদাবাদে কংগ্রেসে যোগ দিয়েছে।

Related Articles

Back to top button
error: