উত্তরপ্রদেশে মসজিদে কুরআন তেলাওয়াত করার সময় গুলি করে হত্যা

টিডিএন বাংলা ডেস্ক : বৃহস্পতিবার উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগরের একটি গ্রামে মসজিদে কুরআন তেলাওয়াত করার সময় ৫৫ বছর বয়সী কামরুজ্জামাকে গুলি করে হত্যা করা হয়। সংবাদসংস্থা পিটিআই এই ঘটনার উপর খবর করে।

ঘটনাটি ঘটেছে চিলিয়া এলাকার কলুয়া গ্রামে।

অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) সুরেশ চাঁদ রাওয়াত জানান, অজ্ঞাত একজন সশস্ত্র ব্যক্তি ভোর ৫ টার দিকে “আজান” শেষে কুরআন তেলাওয়াত করার সময় বৃদ্ধ মুসলিম ব্যক্তিকে পেছন থেকে গুলি করে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি পোস্টমর্টেমের জন্য পাঠায়। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।
এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছে পিটিআই।