HighlightNewsরাজ্য

আবারও সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, ১১ এপ্রিল পরবর্তী শুনানির সম্ভাবনা

টিডিএন বাংলা ডেস্ক: আবারও আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল মহার্ঘ্য ভাতা সংক্রান্ত (ডিএ) মামলার শুনানি। আগামী মাসের ১১ এপ্রিল এই ডিএ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি হওয়ার সম্ভাবনা আছে বলে খবর শীর্ষ কোর্ট সূত্রে। দীর্ঘদিন ধরে বকেয়া এবং বর্তমানে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়ার দাবি তুলে শহিদ মিনার ময়দানে অনশন ও প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারী কর্মচারীরা।

সেই সংক্রান্ত একটি মামলা গত ১৫ মার্চ হওয়ার কথা ছিল শীর্ষ আদালতে। কিন্তু পরবর্তীতে শীর্ষ আদালতের পক্ষ থেকে সার্কুলার জারি করে ১৫ মার্চের বদলে ২১ মার্চ শুনানির কথা বলা হয়েছিল। সেই মত আজ একটি রায়ের আশা করছিলেন আন্দোলনকারীরা। কিন্তু আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতিরা ব্যস্ত থাকার জন্য ডিএ মামলাটি ওঠেনি। সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, আগামী ১১ এপ্রিল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এই ভাবে বার বার শুনানির দিন পিছিয়ে যাওয়ার কারণে স্বাভাবিক ভাবেই হতাশ হয়ে পড়েছেন আন্দোলনকারীরা।

Related Articles

Back to top button
error: