“মহারাষ্ট্রের ভান্ডারাতে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে”; টুইট করে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ছবি সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার পেজ।

টিডিএন বাংলা ডেস্ক: মহারাষ্ট্রের ভান্ডারায় একটি সরকারি হাসপাতালে গতকাল রাত দেড়টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে বেঘোরে প্রাণ হারায় দশ জন সদ্যোজাত শিশু। জানা গেছে, এই শিশুদের বয়স একদিন থেকে শুরু করে তিন মাসের মধ্যে ছিল। হাসপাতাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে শিশু ওয়ার্ডের স্পেশাল কেয়ার ইউনিটে ভর্তি হওয়ার ১৭ জন শিশুর মধ্যে ১০ জন শিশুকে বাঁচানো যায়নি। ডিউটিতে থাকা নার্স যখন গত রাতে ওই ইউনিটের দরজা খুলে ঢুকতে যান তখন দেখতে পান ঘরের চারদিকে ধোঁয়ায় ছেয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি এ বিষয়ে হাসপাতালে আধিকারিকদের জানান এবং কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ব্রিগেড। হাসপাতাল প্রশাসনের দাবি, ফায়ার ব্রিগেডের সহায়তায় ৭ জন শিশুকে বাঁচানো সম্ভব হয়েছে।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি তবে সূত্রের খবর অনুযায়ী শর্ট-সার্কিট হয়ে থাকার কারণেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। এই ঘটনার কথা প্রকাশ্যে আসার পর টুইট করে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে এদিন সকালে একটি টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন,”মহারাষ্ট্রের ভান্ডারায় একটি হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। আমরা অনেক মূল্যবান তরুণ জীবন হারিয়েছি। সমস্ত শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রয়েছে। আশা করি, আহতরা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।”