টিডিএন বাংলা ডেস্কঃ ফের পরিস্থিত উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুরে। কাকচিং জেলার সেরো গ্রামের ১০০টি বাড়িতে আগুন ধরান হয়েছে। এর মধ্যে কংগ্রেস বিধায়ক রঞ্জিত সিংয়ের বাড়িও রয়েছে বলে জানা গিয়েছে। মেইতি ও কুকি সম্প্রদায়ের মানুষের মধ্যে ৩মে থেকে রাজ্যে সংঘর্ষ চলছে। তবে, এই আগ্নিকান্ডের পেছনে কারা রয়েছে সে সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, ৩মে থেকে রাজ্যে যে সহিংসতা শুরু হয়েছে, তাতে এখনও পর্যন্ত ৯৮জন মারা গেছেন। আহত হয়েছেন ৩১০জন। একইসঙ্গে, ৩৭ হাজারেরও বেশি মানুষকে ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে। সহিংসতার কারণে ১১টিরও বেশি জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্মকর্তাদের মতে, রবিবার সন্ধ্যায় কিছু লোক সেরো গ্রামে এসে বিধায়ক রঞ্জিতের বাড়িতে ভাঙচুর শুরু করে। বিধায়ক ও তার পরিবার অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন। হিংস্র জনতা বহু বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
একজন সিনিয়র পুলিশ অফিসার জানিয়েছেন, আগুন লাগার পর লোকজনকে বাড়ি থেকে নিরাপদে সরিয়ে নিয়ে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়। পরে, ফায়ার ব্রিগেড আগুন নিয়ন্ত্রণে আনে।
অভিযোগ, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা জেলার গ্রামীণ এলাকায় মোতায়েন একটি বিএসএফ টিমকে লক্ষ্য করে গুলি চালায়। এরপর, পোস্টে মর্টার দিয়ে হামলা চালানো হয়। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও জওয়ান আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পুলিশের ধারণা, সন্দেহভাজনরা বিএসএফ পোস্টে হামলার জন্য চোরাই অস্ত্র ব্যবহার করেছিল। এদিকে, নিরাপত্তা বাহিনী ও সহিংস জনতার মধ্যে গুলি বিনিময়ের খবরও পাওয়া গেছে।