উত্তপ্ত নাগাল্যান্ড, ‘নিরাপত্তারক্ষীদের গুলিতে’ ১৩ জনের মৃত্যু
টিডিএন বাংলা ডেস্ক : ফের উত্তপ্ত নাগাল্যান্ড। নাগরিকদের ওপর গুলি চালানোর অভিযোগ উঠল নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। এ ঘটনায় মৃত্যু হয়েছে ১৩ জন সাধারণ মানুষের। আহত বহু। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মৃত্যু হয়েছে এক জওয়ানেরও।
ঠিক কী হয়েছে রবিবার? পুলিশ সূত্রে খবর, অনুপ্রবেশকারী রুখতে তিরু ওটিং রোডে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। ওই সময় স্থানীয় গ্রামবাসীদের ভুল করে অনুপ্রবেশকারী ভেবে, সরাতে শুরু করে। কিন্তু গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়ে নিরাপত্তা বাহিনী গুলি চালাতে শুরু করে। গুলিতে গ্রামবাসীরা মারা যাওয়ায় উত্তেজনা বাড়ে। পুলিশের দাবি আত্মরক্ষার জন্য গুলি চালাতে হয়েছে বাহিনীকে। ঘটনার জেরে নিরাপত্তা বাহিনীর কয়েকটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
ছুটির দিন সাতসকালে একটি টুইট করেন নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিও। সেখানে তিনি লেখেন, “ওটিংয়ে দুর্ভাগ্যজনক ঘটনায় সাধারণ মানুষের মৃত্যু হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। উচ্চ পর্যায়ের বিশেষ তদন্তকারী দল (সিট) তদন্ত করবে এবং আইন মোতাবেক বিচার পাবেন মানুষ। সমাজের সব শ্রেণীর মানুষের কাছে শান্তির আবেদন জানাচ্ছি।” এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। টুইটারে তিনি লেখেন, নাগাল্যান্ডের দুর্ভাগ্যজনক ঘটনায় আমি শোকাহত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। রাজ্য সরকার সিট গঠন করেছে। ঘটনার বিস্তারিত তদন্ত করবে।