টিডিএন বাংলা ডেস্ক: নিম্নচাপের জেরে একটানা বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণের একাধিক রাজ্য। অন্ধ্র প্রদেশে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও শতাধিক মানুষ। গত মঙ্গলবার থেকেই রাজ্যটিতে বৃষ্টিপাত হচ্ছে। এরই মধ্যে শুক্রবার উপনদী ছেয়েরুর হড়পা বানে কারাপ্পা (Kadapa) জেলার বহু মানুষ ভেসে গেল। এই হড়পা বানে মৃত্যু হল ৩ জনের। জলের তোড়ে ভেসে নিখোঁজ হয়েছেন কম করে ৩০ জন। ভেসে যাওয়া পুণ্যার্থীদের খোঁজ চলছে বলে জানিয়েছে প্রশাসন। জলে ডুবে গিয়েছে নান্দালুরুর স্বামী আনন্দ মন্দিরটি। হড়পা বানে মন্দিরে যাতায়াতের চারটি প্রধান রাস্তাই প্লাবিত হয়েছে। পার্শ্ববর্তী এলাকাগুলির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তিরুপতির উপকণ্ঠে অবস্থিত স্বর্ণমুখী নদী প্লাবিত হয়েছে এবং জলাধারগুলো উপচে পড়ছে। অসংখ্য মানুষ এই বন্যায় আটকা পড়েছেন। রাষ্ট্রীয় পরিবহনের তিনটি বাস বিকল হয়ে পড়েছে এবং সেখান থেকে অন্তত ১২ জনকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। বন্যায় রেললাইন, সড়ক ও বিভিন্ন স্থান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রায়ালাসিমা অঞ্চলের চিতোর, কাদাপা, কুরনুল এবং অনন্তপুর জেলা। সব মিলিয়ে বিপর্যস্ত অন্ধ্রপ্রদেশ (Andhra Pradesh)।
প্রশাসনের নির্দেশ পেয়েই উদ্ধার কাজে নেমে পড়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। জাতীয় ও রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দল মোতায়েন করা হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং উদ্ধার অভিযান পরিচালনার জন্য। মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি জরুরি ভিত্তিতে হড়পা বানে বিপর্যস্ত জেলাগুলির জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেন। উদ্ধারকাজের পাশাপাশি ত্রাণ বণ্টনের নির্দেশ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত বৃষ্টি থামছে না। চেয়ুরু নদীতে পানি উপচে পড়ছে। এই পরিস্থিতিতে চিন্তা বাড়াচ্ছে মৌসম ভবনের নয়া পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, শুক্রবার নতুন করে বঙ্গোপসাগরে ঘণীভূত হয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা। যেটি রয়েছে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের উপরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এর ফলে ফের অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চলে।