৪৩৪ কোটি টাকার হিরোইন বাজেয়াপ্ত দিল্লি এয়ারপোর্টে

টিডিএন বাংলা ডেস্ক: ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল বিমানবন্দর এয়ার কার্গো কমপ্লেক্সে ৪৩৪ কোটি টাকা মুল্যের মোট ৬২ কেজি হেরোইন জব্দ করেছে রাজস্ব গোয়েন্দা কর্মকর্তারা। অর্থ মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে, আজ পর্যন্ত যতগুলি এধরনের বাজেয়াপ্ত হয়েছে তার মধ্যে এটি সবথেকে বড় ঘটনা। জানা গিয়েছে, রাজস্ব গোয়েন্দা অধিদপ্তরের দ্বারা পরিচালিত ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ নামে একটি অভিযান চলাকালীন একটি আমদানিকৃত পণ্যবাহী যান থেকে ৬২ কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছে, যা একটি ট্রলিব্যাগে করে পাচার করা হচ্ছিল। সূত্রের খবর অনুযায়ী, উগান্ডার এন্টেবে থেকে দুবাই হয়ে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার কার্গো কমপ্লেক্সে পৌঁছেছিল ওই ব্যাগটি। বাজেয়াপ্ত হওয়া ৬২ কেজি হেরোইনের আনুমানিক বাজার মূল্য ৪৩৪ কোটি টাকা। আমদানি চালানটিতে ৩৩০ টি ট্রলিব্যাগ ছিলো যার মধ্যে বাজেয়াপ্ত করা হেরোইন ১২৬টি ট্রলি ব্যাগের ফাঁপা ধাতব টিউবের মধ্যে কৌশলগতভাবে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানা গেছে। মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ডিআরআই অফিসাররা ওই চালানের আমদানিকারককে আটক করেছে। একই সঙ্গে অন্যান্য সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


প্রসঙ্গত, ২০২১ সালে ৩,৩০০ কেজির বেশি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছিল। এরপর চলতি বছরের শুরু থেকে ডিআরআই আইসিডি তুঘলকুবাদে একটি পাত্র থেকে ৩৪ কেজি মাদক বাজেয়াপ্ত করা হয়, কান্দলা বন্দরের একটি কন্টেইনার থেকে ২০৫ কেজি এবং পিপাভাব বন্দরে হেরোইনসহ ৩৯০ কেজি সুতো বাজেয়াপ্ত করা হয়। শুধু তাই নয়, গত তিন মাসে বিমান যাত্রীদের কাছ থেকে ৬০ কেজির বেশি হেরোইন আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।