আবারও লেবানন থেকে ইসরাইলে প্রবেশ করল হিজবুল্লাহর যোদ্ধারা! সাইরেনের শব্দ চরম আতঙ্কে ইসরাইলিরা
টিডিএন বাংলা ডেস্ক: আবারও ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের পক্ষে লড়াইয়ে অংশ নিতে লেবানন থেকে ইসরাইলে প্রবেশ করেছে হিজবুল্লাহর যোদ্ধারা! এমন একটি খবর পাওয়ার পরপরই সাইরেন বাজিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে দেয় ইসরাইলের স্থানীয় প্রশাসন। এদিকে সাইরেনের শব্দ মানেই ইসরাইলিদের কাছে এখন মৃত্যুর ঘন্টার মতো। ফলে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরাইলের লেবানন সীমান্ত সংলগ্ন এলাকায়। যদিও পরবর্তীতে ইসরাইলি সরকার দাবি করে এই তথ্য ভুয়া ছিল।
ইসরাইলের পক্ষ থেকে পরে জনতার উদ্দেশে বলা হয়, মানবীয় ভুলের কারণে উত্তরাঞ্চলের বাসিন্দাদেরকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছিল। আজ রাতে হঠাৎ করেই ইসরাইলের উত্তরাঞ্চলে একযোগে সাইরেন বাজানো হয়।ইসরাইলি দৈনিক টাইমস অব ইসরাইল জানায়, কয়টি ড্রোন প্রবেশ করেছে তা স্পষ্ট নয় এবং ড্রোনগুলোর গন্তব্য কোথায় সে সম্পর্কেও জানা যাচ্ছে না। ইসরাইলি সূত্রগুলো বলেছিল, ১৫টি প্যারাগ্লাইডার উত্তর ইসরাইলের আকাশে প্রবেশ করেছে। তাদের ধারণা ছিল, হিজবুল্লাহর যোদ্ধারা প্যারাগ্লাইডার নিয়ে প্রবেশ করেছে।
এদিকে, গাজা থেকে ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রয়েছে। আজ তেল আবিবের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বেন গুরিয়ন বিমানবন্দরও আক্রান্ত হয়েছে। আজ ইসরাইলি সূত্রগুলো বলেছে, এ পর্যন্ত ১২০০-১৫০০ ইসরাইলি নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৪০০০ ইসরাইলি। অন্য এক খবরে জানা গেছে, ইসরাইলের দিমুনা পরমাণু কেন্দ্রে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে। ইসরাইলি গণমাধ্যমে অপ্রত্যাশিত ঘটনাটি নিরাপত্তা সংক্রান্ত বলে উল্লেখ করা হলেও বিস্তারিত কিছুই প্রকাশ করা হচ্ছে না। মনে করা হচ্ছে ওই পরমাণু কেন্দ্রেও হামাস কোনো গুপ্ত হামলা চালিয়ে থাকতে পারে। যদি এটা সত্য হয় তাহলে ইসরাইলের জন্য এটা হবে আর একটি বড়ো ঐতিহাসিক আঘাত যা নেতানিয়াহুর সরকারেরও পতন ঘটাতে পারে। তবে প্রকৃত অর্থে সেখানে কি ঘটেছে তা এখনও পর্যন্ত স্পlষ্ট নয়।