HighlightNewsরাজ্য

মিটিং-মিছিল-রাজনৈতিক কর্মসূচির নতুন নিয়ম জারি হাইকোর্টের

টিডিএন বাংলা ডেস্ক: স্থানীয় স্তরে বা জেলা স্তরে যে কোন স্তরে মিটিং-মিছিল-রাজনৈতিক কর্মসূচির ক্ষেত্রে নতুন নিয়োম জারি করল কলকাতা হাইকোর্ট। মিটিং মিছিল করা নিয়ে বা তার অনুমতি পাওয়া নিয়ে প্রায়ই সংঘাত বাঁধে রাজ্যের বিভিন্ন প্রান্তে। পক্ষপাতিত্বেও অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সম্প্রতি সিপিএমকে ভাঙড়ে মিছিল করার অনুমতি না দেওয়ার ফলে হাইকোর্টের দারস্ত হয় তারা। সেই মামলায় শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থা রাজ্যের পুরানো নিয়ম বদলে নতুন নিয়ম জারি করার নির্দেশ দিয়েছেন। সেই নতুন নিয়োম অনুযায়ী, মিটিং-মিছিল-রাজনৈতিক কর্মসূচির জন্য এবার থেকে সরাসরি জেলার পুলিশ সুপারের কাছে আবেদন জানাতে হবে। পূর্বে নিয়ম অনুযায়ী, স্থানীয় স্তরে মিটিং-মিছিল করার জন্য ওই এলাকার থানার অনুমতি নিতে হত।

এদিন বিচারপতি মান্থা আরও বলেন, অনুমতি দেওয়ার ব্যাপারে পুলিশ কোনও ভাবেই পক্ষপাতিত্ত্ব করতে পারবে না। কোন দল, কোন তারিখ কোথায় কর্মসূচি করার জন্য আবেদন জানাচ্ছে তা রেজিস্টার করে অনলাইনে আপলোড করতে হবে। আর সেই আবেদনের ক্রমিক সংখ্যা অনুযায়ী অনুমতি দেওয়া বা না দেওয়ার বিষয়টি বিবেচনা করবে পুলিশ।

Related Articles

Back to top button
error: