আনিস মৃত্যুর তদন্তে সিবিআই নয় সিটেই আস্থা হাইকোর্টের, আবারও সিবিআই চেয়ে ডিভিশন বেঞ্চে যাবে তার পরিবার

টিডিএন বাংলা ডেস্ক:‌ অবশেষে আমতার ছাত্রনেতা আনিস খান মৃত্যু মামলায় রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট। সিবিআই তদন্তে আর্জি খারিজ করে দিয়ে রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)-এর উপরই আস্থা রাখলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। তবে এই রায়ে সন্তুষ্ট নয় আনিসের পরিবার। সিটের তদন্তকারীরা প্রয়োজনীয় নথি নষ্ট করে দিতে পারে বলেও আশঙ্কা করে সিটের উপর তার যে আস্থা নেই তা জানিয়ে দিয়েছেন আনিসের বাবা সালেম খান। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের রায়ের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের দাবি আরও জোরালো করলেন হাওড়ার মৃত ছাত্রনেতার বাবা ও দাদা।

প্রসঙ্গত, আনিস মৃত্যু তদন্তে সিবিআই চেয়ে মামলা করেছিলেন তাঁর বাবা সালেম খান। শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। প্রায় ৪ মাস পর হাওড়ার ছাত্রনেতা আনিস খান রহস্যমৃত্যু মামলায় রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি মান্থা তাঁর নির্দেশে জানিয়েছেন, সিট যেমন তদন্ত করছিল, তেমনই করবে। তবে দ্রুত তদন্ত শেষ করে চার্জশিট পেশ করতে হবে সিটকে। এই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যাচ্ছে আনিসের পরিবার। আনিসের পরিবারের তরফে বলা হচ্ছে, পুলিশ যেখানে অভিযুক্ত সেখানে সেই পুলিশের পক্ষে নিরপেক্ষ তদন্ত সম্ভব নয়। তা ছাড়া সিট যে ভাবে গোপন জবানবন্দি সংগ্রহ করেছিল তা নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে খান পরিবারের। গত ফেব্রুয়ারি মাসে আনিসের মৃত্যু হয়। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ঘটনার দিন রাতে আনিস নিজেই, না কি পুলিশের ধাক্কায় ছাদ থেকে পড়ে যান, তার কোনও তথ্যপ্রমাণ নেই।