জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চ মাধ্যমিক এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক; জানালেন মুখ্যমন্ত্রী

টিডিএন বাংলা ডেস্ক: জুলাইয়ের শেষ সপ্তাহে উচ্চমাধ্যমিক এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহে মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। এমনটাই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, করোনা বিধির কথা মাথায় রেখে এবছর হোম সেন্টারেই নেওয়া হবে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা। শুধুমাত্র অত্যাবশ্যক বিষয়গুলির পরীক্ষা নেবে বোর্ড। আবশ্যিক ছাড়া অন্যান্য বিষয়ের পরীক্ষা নেওয়া হবে না। সব মিলিয়ে মোট ১৬ দিন পরীক্ষা নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, দেশে এই প্রথম বাংলাই পরীক্ষার দিন ঘোষণা করল। তিনি আরো জানান, উচ্চমাধ্যমিক পরীক্ষা আগে নেওয়া হচ্ছে কারণ এই পরীক্ষার সাথে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে ভর্তির বিষয় সম্পর্কিত রয়েছে। পাশাপাশি স্যানিটাইজেশন ও সঠিক করোনা বিধি মেনে পরীক্ষা নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি ৩ ঘন্টার পরীক্ষাকে কমিয়ে দেড় ঘণ্টায় করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।