উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রে ‘ভুল’! ‘ছাপার ভুল’ স্বীকার সংসদ সভাপতি

টিডিএন বাংলা ডেস্ক: শত সচেতনতার পরেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম পরীক্ষা বাংলার প্রশ্নপত্রে ‘ভুল’ ধরা পড়ল! সেটা ‘ছাপার ভুল’ বলে সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করে নিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। জানা যাচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসু ‘আইসিএস’ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছিলেন। কিন্তু বাংলা বিষয়ের প্রশ্নপত্রে ‘আইসিএস’ এর স্থানে তিনি ‘আইএএস’ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ছিলেন বলে লেখা হয়েছে।

এই প্রসঙ্গে, সংসদ সভাপতি জানিয়েছেন, আসলে ছাপার জন্য ঠিক লেখাটাই পাঠানো হয়ে ছিল, কিন্তু ছাপার সময় ভুল বসত সেটা ‘আইসিএস’ এর পরিবর্তে ‘আইএএস’ ছাপা হয়। তিনি আরও জানিয়ে দিয়েছেন, যারা এটা ভুল লিখবে তাদের ভুল ধরা হবে না। এর জন্য কোন নম্বর কাটা হবে না।