টিডিএন বাংলা ডেস্ক: আর মাত্র একটি রাত বাকি। রাত পহালেই কাল থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিকের থেকে শিক্ষা নিয়ে আরও সতর্ক অবস্থান নিয়েছে উচ্চ শিক্ষা সংসদ। যাতে কোনো ভাবেই প্রশ্ন ফাঁস বা অন্য কোনো আপত্তিজনক ঘটনা না ঘটে তাই বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে উচ্চ শিক্ষা সংসদ। স্পর্শকাতর বা অতীত স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রগুলিতে মেটাল ডিটেক্টর বা রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার করা হবে। সাধারণ পরীক্ষা কেন্দ্রগুলিতেও পরীক্ষার্থীদের দফায় দফায় তল্লাশি করা হবে। মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করলে তার পরীক্ষার রেজিস্ট্রেশন পর্যন্ত বাতিল করা হতে পারে।
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “পায়লট প্রজেক্ট হিসাবে আমরা অতি স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহার করব। পরীক্ষা কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন আটকানোর পাশাপাশি ইলেকট্রনিক ডিভাইসও যাতে আটকানো যায়, তার জন্যই এই রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ব্যবহারের ব্যবস্থা করা হচ্ছে। রাজ্য জয়েন্ট বোর্ড এই ধরনের পদ্ধতি ব্যবহার করে। আমরা সেটাই এবার পাইলট প্রোজেক্ট হিসাবে শুরু করছি।”