HighlightNewsআন্তর্জাতিক

মুম্বই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সইদকে ১০ বছরের কারাবাসের শাস্তি দিল পাকিস্তানের আদালত

টিডিএন বাংলা ডেস্ক: পাকিস্তানের একটি সন্ত্রাসবিরোধী আদালত অবৈধ তহবিল মামলায় সন্ত্রাসী সংগঠন জামাত-উদ-দাওয়ার প্রধান তথা মুম্বই হামলার মাস্টারমাইন্ড হাফিজ সইদকে দশ বছরের কারাদন্ড দিয়েছে। বৃহস্পতিবার পাকিস্তানের একটি গণমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে। গত বছরের ১ জুলাই হাফিজ সইদকে গ্রেফতার করা হয়েছিল। মুম্বাই হামলায় ১৬৬ জন নিরপরাধ মানুষের ভয়াবহ মৃত্যুর মামলায় মুখ আরোপি এই হাফিজ সইদ। সইদের সাথেই আরো দুই আসামি প্রফেসর জাফর ইকবাল এবং ইয়াহিয়া মুজাহিদকে দুটি মামলায় পাঁচ-পাঁচ বছর এবং দ্বিতীয় মামলায় ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের ১,১০,০০০ টাকার জরিমানা দেয়ারও নির্দেশ দিয়েছে আদালত।

এর আগেও পাকিস্তানের লাহোরের একটি আদালত হাফিজ সইদকে সন্ত্রাসী হামলার জন্য অর্থ যোগান করার ঘটনায় দোষী সাব্যস্ত করেছিল। সে সময় আদালত হাফিজকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছিল। হাফিজ সইদের বিরুদ্ধে আতঙ্কবাদি হামলার জন্য অর্থ যোগান, আর্থিক তছরুপ এবং অন্যান্য আরো প্রায় ৪১ টি মামলা দায়ের রয়েছে।

 

 

Related Articles

Back to top button
error: