HighlightNewsদেশ

আপ সরকার দিল্লি দাঙ্গা মামলায় উমর খালিদের বিরুদ্ধে ইউএপিএর আওতায় বিচারের অনুমোদন দিয়েছে

টিডিএন বাংলা ডেস্ক: ফেব্রুয়ারিতে উত্তর পূর্ব দিল্লিতে সাম্প্রদায়িক দাঙ্গা সংক্রান্ত একটি মামলায় জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ওমর খালিদের বিরুদ্ধে মামলা করার জন্য নগর পুলিশকে অনুমতি দিয়েছে অরবিন্দ কেজরিওয়াল সরকার। শুক্রবার দিল্লি সরকারের এক প্রবীণ আধিকারিক বলেন, “আমরা পুলিশে নিবন্ধিত দিল্লি দাঙ্গা সংক্রান্ত সমস্ত মামলায় মোকদ্দমা চালানোর জন্য পুলিশকে অনুমতি দিয়েছি। এখন কারা আসামি তা দেখা আদালতের কাজ।”

সন্ত্রাসবিরোধী আইন, বেআইনী কর্মকাণ্ড প্রতিরোধ আইন (ইউএপিএ) এর আওতায় অভিযুক্ত উমর খালিদের বিরুদ্ধে দিল্লির দাঙ্গা সম্পর্কিত মামলায় বিচারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা বলেন, উমর খালিদের বিরুদ্ধে তদন্ত করার জন্য পুলিশ দিল্লি সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয়েরই অনুমতি পেয়েছে। ওই পুলিশ আধিকারিক আরো বলেন,”ইউএপিএর ১৩ নম্বর অনুচ্ছেদের অধীনে, কারুর বিরুদ্ধে মামলা করার জন্য আমাদের স্বরাষ্ট্র মন্ত্রকের অনুমোদনের প্রয়োজন হয়। একই সাথে, ইউএপিএর ধারা ১৬,১৭ও ১৮-এর অধীনে মামলা করার জন্য আমরা দিল্লি সরকারের কাছ থেকেও অনুমোদনও পেয়ে গেছি।”

 

 

Related Articles

Back to top button
error: