HighlightNewsরাজ্য

অনলাইন ক্লাসের ইতি করে অবশেষে ৩৩৩দিন পরে আংশিক ভাবে স্কুল খুলে গেল রাজ্যে

টিডিএন বাংলা ডেস্ক: টানা ৩৩৩ পর শেষ পর্যন্ত রাজ্যজুড়ে আংশিকভাবে খুলে গেল স্কুল। অনলাইন ক্লাসের ঝামেলা কাটিয়ে শেষ পর্যন্ত আবার চেনা ক্লাস রুমে ফিরে এলেন পড়ুয়ারা। যদিও লকডাউনের আগের চিরাচরিত স্কুলের ছবি আর লকডাউন উত্তর স্কুলের ছবি একেবারে আলাদা। যেহেতু এখনও করোনার সংকট কাটেনি তাই মাস্ক পরা, স্যানিটাইজার ব্যবহার করা, নির্দিষ্ট দূরত্ব বিধি মেনে চলা বজায় থাকবে। এ প্রসঙ্গে ২৮ পাতার একটি নির্দেশিকা জারি করা হয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। এই নির্দেশিকা স্কুলের নোটিশ বোর্ডে টাঙ্গিয়ে রাখতে হবে। স্কুলে তৈরি করে রাখতে হবে একটি “আইসোলেশন রুম”।ছাত্রছাত্রীদের গতিবিধি, বন্ধুবান্ধবের মধ্যে মেলামেশার উপর পুরোপুরি নজর রাখতে হবে শিক্ষকদের। ক্লাসের মধ্যেও যাতে পড়ুয়ারা সামাজিক দূরত্ব বজায় রাখে, একে অন্যের সঙ্গে খাবার বা জল ভাগ করে না খায়, স্কুল শেষ হওয়ার আগে বেরিয়ে না যায়, আর সব সময় যাতে মাস্ক পরে থাকে— সে বিষয়ে কড়া নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে শিক্ষকদের উপর। এইসব নিয়ম মেনে শুক্রবার থেকে খুলে গেল স্কুল। নবম-দশম এবং একাদশ-দ্বাদশের পড়ুয়ারা এদিন হাসিমুখে স্কুলে পৌঁছন।

Related Articles

Back to top button
error: