HighlightNewsদেশ

গুজরাট পুরভোটে সাতটি আসনে জয়ী এআইএমআইএম; বড়সড় ধাক্কা কংগ্রেসে

টিডিএন বাংলা ডেস্ক: গুজরাটের ৬টি পুরসভার ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির জয় লাভ হলেও এবছর গুজরাটে নিজেদের খাতা খুলেছে আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম এবং আম আদমি পার্টি। এদিন আহমেদাবাদ, সুরাট, ভদোদরা, ভাবনগর, জামনগর এবং রাজকোটে গেরুয়া জোয়ারের সঙ্গে পাল্লা দিয়ে প্রথমবার পুরভোটে আসনে জিতেছে মিম এবং আপ। শুধু তাই নয় জামালপুর এবং মুক্তমপুরা ওয়ার্ডে কংগ্রেসকে ধরাশায়ী করে যথাক্রমে চারটি ও তিনটি আসনে জয়লাভ করেছে হায়দ্রাবাদের সংসদ আসাদউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম।তবে, মুসলিম অধ্যুষিত এলাকা বেহরামপুর এবং দরিয়াপুর ওয়ার্ডে জয়লাভ করেছে কংগ্রেস।

এদিকে, এআইএমআইএমএর এই জয়লাভের পর সামাজিক ও রাজনৈতিক কর্মী কলিম সিদ্দিকী বলেছেন যে সমস্ত পৌর কর্পোরেশনগুলিতে কংগ্রেসের নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিরা মুসলিম হওয়া সত্ত্বেও দলটি পৌর সংস্থায় তাদের কোনও গুরুত্বপূর্ণ অবস্থান দিচ্ছিল না বলেই মুসলিম অধ্যুষিত অঞ্চল থেকে কংগ্রেসকে পরাজিত করা দরকার ছিল।

অপরদিকে, সুরাট মিউনিসিপাল কর্পোরেশনের ২৭টি আসনে জয়লাভ করে কংগ্রেস কে হটিয়ে এখন প্রথম বিরোধী দলের স্থানে আম আদমি পার্টি। স্টেট ইলেকশন কমিশনের থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, মোট ১৯২টি আসনের মধ্যে বিজেপি ১০৪টি আসনে জয়লাভ করেছে এবং ৫৪টি আসনে এগিয়ে রয়েছে।

 

Related Articles

Back to top button
error: