HighlightNewsদেশ

এপ্রিলের শেষেই ভারত সফরে আসছেন বরিস জনসন, করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে কাটছাঁট সফরসূচিতে

টিডিএন বাংলা ডেস্ক: ২০১৯ সালে ক্ষমতায় আসার পর প্রথম উল্লেখযোগ্য দ্বিপাক্ষিক সফরে ভারতে আসছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এর আগে জানুয়ারি মাসে এই সফর হওয়ার কথা থাকলেও সেসময় ব্রিটেনে নতুন রূপে করোনা ছড়াতে শুরু করলে ওই সফর বাতিল করা হয়। এরপর জানা যায় ২৬ এপ্রিল ৩ দিনের ভারতে আসবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে ভারতে করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে সেই সফরসূচিতে কাটছাঁট করা হয়েছে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র এ প্রসঙ্গে জানিয়েছেন,”কোভিড পরিস্থিতির মধ্যে কী ভাবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর হবে, সে বিষয়ে আমরা ভারত সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছি। সংক্রমণের কারণে প্রধানমন্ত্রী নিজের সফরে কাটছাঁট করেছেন।”

 

Related Articles

Back to top button
error: