HighlightNewsদেশ

বাড়ির সামনে নজরদারি করছে বিএসএফ, দিল্লি পুলিশকে চিঠি লিখে জানালেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র

টিডিএন বাংলা ডেস্ক: কোনরকম খবরা-খবর না দিয়েই বাড়ির সামনে নজরদারি করছে সশস্ত্র বিএসএফ। দিল্লি পুলিশকে চিঠি লিখে এমনটাই অভিযোগ জানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। শুধু তাই নয়, ওই চিঠিতে তিনি দিল্লি পুলিশের কাছে সত্তর ওই সশস্ত্র বিএসএফ কর্মীদের সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। নিজের এই চিঠিটি শেয়ার করে টুইটারে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র লিখেছেন,”মনে হচ্ছে আমার ওপর একরকম নজরদারি চালানো হচ্ছে।”

ওই চিঠিতে তিনি স্পষ্ট করে লিখেছেন, কোনরকম পুলিশি নিরাপত্তার জন্য তিনি আবেদন করেননি। দিল্লির পুলিশ কমিশনার এস এন শ্রীবাস্তব এবং বরখাম্বা থানার অফিসারকে উদ্দেশ্য করে এই চিঠিটি লিখেছেন মহুয়া মৈত্র। চিঠিতে মহুয়া মৈত্রে অভিযোগ, শুক্রবার স্থানীয় থানার এক পুলিশ অফিসার তার সঙ্গে দেখা করার পর রাত দশটা থেকে তিনজন সশস্ত্র বিএসএফ কর্মী তাঁর বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন। মনে হচ্ছে তারা যেন তাঁর প্রত্যেকটি গতিবিধির ওপর নজর রাখছে।

Related Articles

Back to top button
error: