টিডিএন বাংলা ডেস্ক: সিবিএসসি দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি প্রকাশ করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। সিবিএসসি সরকারি ওয়েবসাইটে আপলোড করা হয়েছে বিস্তারিত সময়সূচি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ৪ মে থেকে ১০ জুন পর্যন্ত পরীক্ষা চলবে। ফলাফল প্রকাশিত হবে ১৫ জুলাই।
Dear Students, hereby announcing the much-awaited date-sheet of @cbseindia29 board exams of X & XII.Please be assured that we have done our best to ensure that these exams go smoothly for you. Wish you good luck! @SanjayDhotreMP @EduMinOfIndia @PIB_India https://t.co/P9XvyMIfNq
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) February 2, 2021
করোনা আবহের মধ্যে হলেও এবছর পরীক্ষা নেওয়া হবে অফলাইন মোডে।এ সম্পর্কে আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পক্রিয়াল নিশঙ্ক। ১ মার্চ থেকে স্কুলগুলিতে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হবে। তবে কোনও স্কুল যদি করোনার কারণে এই সময়ে প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে না পারে, তাহলে বিকল্প ব্যবস্থা করা যেতে পারে।
এদিন পরীক্ষার বিস্তারিত সময়সূচী উল্লেখ করে পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী রমেশ পক্রিয়াল নিশঙ্ক।
Date-sheet of @cbseindia29 board exams of class Xll.
Wish you good luck!#CBSE pic.twitter.com/LSJAwYpc7j— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) February 2, 2021
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাবিধি মেনেই ছাত্র-ছাত্রীদের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থী এবং শিক্ষক-শিক্ষিকাদের মাস্ক এবং স্যানিটাইজার ব্যবহার আবশ্যিক। মেনে চলতে হবে সামাজিক দূরত্ববিধি।