HighlightNewsদেশ

করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু হওয়ার আগে ৮ জানুয়ারি দেশের সমস্ত রাজ্যের সমস্ত জেলায় ফের একবার চলবে ড্রাইরান

টিডিএন বাংলা ডেস্ক: করোনার টিকাকরণ প্রক্রিয়া শুরু হওয়ার আগে ৮ জানুয়ারি দেশের সমস্ত রাজ্যের সমস্ত জেলায় ফের একবার ভ্যাকসিনের ড্রাইরান করা হবে। এর আগে ২ জানুয়ারি দেশের প্রতিটি রাজ্যের রাজধানীতে এবং কয়েকটি রাজ্যের জেলাগুলিতে ড্রাইরান সফলভাবে করা হয়েছিল। তার আগে চারটি রাজ্যের দুটি করে জেলায় ভ্যাকসিনের ড্রাইরান করা হয়। তবে এবার ৭০০-এরও বেশি জেলায় ভ্যাকসিনের ড্রাইরান করা হবে। প্রসঙ্গত, ৩ জানুয়ারি ডিসিজিআই জরুরি অবস্থায় ব্যবহারের জন্য “কোভ্যাক্সিন”এবং “কোভিশিল্ড” এই দুটি টিকাকেই অনুমোদন দিয়েছে। সম্প্রতি, স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে ১০ দিনের মধ্যেই সারাদেশে করোনার টিকাকরণ শুরু করা হবে। আগামীকাল টিকাকরণ প্রসঙ্গে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন।

Related Articles

Back to top button
error: