HighlightNewsদেশ

ফাইভ স্টার হোটেলে বসে নির্বাচন লড়া যায় না; জানালেন কংগ্রেসের বড়িষ্ঠ নেতা গুলাম নবী আজাদ

টিডিএন বাংলা ডেস্ক: বিহার নির্বাচনের ফলাফলের পর থেকেই একের পর এক কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতাদের মন্তব্যে প্রকাশিত হচ্ছে দলের অন্তর্দ্বন্দ্বের প্রতিচ্ছবি। সরাসরি দলের শীর্ষ নেতৃত্বদের নাম উচ্চারণ না করলেও পরোক্ষে হাইকমান্ডের তীব্র সমালোচনা করলেন কংগ্রেসের বড়িষ্ঠ নেতা গুলাম নবী আজাদ। এক সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে গুলাম নবী আজাদ বলেন ৭২ বছরে কংগ্রেস আজ সবথেকে নিম্ন পর্যায়ে রয়েছে। শুধু তাই নয়, ফাইভ স্টার হোটেলে বসে নির্বাচন লোরা যায় না বলেও মন্তব্য করেছেন গুলাম নবী আজাদ। তার দাবি দলের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে দলের সাধারণ কর্মীদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিহার নির্বাচনে মহাজোটের হারের পর থেকেই কংগ্রেসের নেতৃত্ব সংকট নিয়ে চলতে থাকা অন্তর্দ্বন্দ্বের প্রতিচ্ছবি ফের একবার প্রকাশ্যে চলে এসেছে। কয়েকদিন আগেই কংগ্রেসের বড়িষ্ঠ নেতা তথা আইনজীবী কপিল সিবাল একটি সাক্ষাৎকারে বলেন, বিজেপির সঙ্গে প্রতিদ্বন্দিতায় কংগ্রেস আর একটি কার্যকরী বিকল্প নয়। শুধু তাই নয়, ওই সাক্ষাৎকারে নেতৃত্বের সংকট প্রসঙ্গে কপিল সিবাল বলেন, রাহুল গান্ধী কংগ্রেসের সভাপতি হতে অনিচ্ছুক ঘোষণা করার পর থেকে দেড় বছর ধরে দল বিনা সভাপতির নেতৃত্বে চলছে। এই পরিস্থিতিতে দলের কর্মীরা জানেননা তারা কোথায় যাবেন।

দলের নেতৃত্ব সংকটের একই সমস্যার কথা জানিয়েছেন গুলাম নবী আজাদও। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এদিন বলেন,”যারা ওখানে থাকেন তাদের সংযোগ মানুষের সাথে ছিন্ন হয়ে গেছে। ব্লক স্তরের কর্মীদের সঙ্গে জেলার সদস্যদের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। সমস্যা এটা যে যখন আমাদের দলে কোন পদাধিকারী নির্বাচিত হন তখন তিনি নিজের নামে লেটার প্যাড এবং ভিজিটিং কার্ড বানিয়ে নেন। তিনি বুঝে নেন যে তার কাজ এখানেই শেষ হয়ে গেছে। অথচ কাজ তো তখন থেকে শুরু হওয়া উচিত।”

গুলাম নবি আজাদ আরো বলেন,”দলের প্রতি প্রেম থাকা উচিত। ‘ইয়ে ইশক নহি আসান বস ইতনা সামঝ লি জে, এক আগ কা দরিয়া হ্যায় অউর ডুব কে জানা হ্যায়।’ মানুষ ভাবে যে মহিলাদের সঙ্গে প্রেম করাই ‘ইশক’। ভগবানের প্রতি প্রেম, নিজের পীর পয়গম্বর এর প্রতি প্রেম, নিজের ধর্মের প্রতি প্রেম ও ভালোবাসারই নামান্তর।”

প্রসঙ্গত আগামী মাসেই কংগ্রেসের সভাপতি পদের নির্বাচন হতে পারে। এর আগেও সভাপতির পদ নিয়ে দলের প্রথম সারির নেতাদের মধ্যে বিবাদ হয়েছে। কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যরা নেতৃত্ব সংকট প্রসঙ্গে হাইকমান্ডকে চিঠি লিখলে তা নিয়ে ঘোর বিবাদ সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে ফের একবার নেতৃত্বের সংকট প্রসঙ্গে এবং দলের সমালোচনায় এভাবে একের পর এক গোলাম নবী আজাদ, কপিল সিবালদের মত বড়িষ্ঠ নেতাদের এহেন মন্তব্যের পর কংগ্রেসের হাইকমান্ডের তরফ থেকে এখনো পর্যন্ত কোন মন্তব্য করা হয়নি। তবে, নেতৃত্বের সংকট নিয়ে চলতে থাকা এই সমালোচনার পাল্টা জবাব দিয়ে রবিবার কংগ্রেসের বড়িষ্ঠ নেতা সালমান খুরশিদ বলেন, কংগ্রেসের কোন নেতৃত্বের সংকট নেই। সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর জন্য সর্বাত্মক সমর্থন রয়েছে, এই বিষয়টি “অন্ধ নয় এমন ব্যক্তির কাছে দৃশ্যমান”।

Related Articles

Back to top button
error: