HighlightNewsদেশ

দেশজুড়ে ৪০ লক্ষ্য ট্রাক্টর নিয়ে মিছিলের হুংকার দিলেন কৃষক নেতা রাকেশ টিকেত

টিডিএন বাংলা ডেস্ক: কয়েক হাজার নয়, এবারে ৪০ লক্ষ ট্রাক্টর নিয়ে মিছিলের হুংকার দিলেন কৃষকনেতা রাকেশ টিকেত। মঙ্গলবার কৃষক মহা পঞ্চায়েতের সভা থেকে কেন্দ্রের তিনটি কৃষি আইনের বিরোধিতায় গোটা দেশজুড়ে ৪০ লক্ষ ট্রাক্টর নিয়ে মিছিল করার হুংকার দিলেন ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকেশ টিকেত। “ইন্ডিয়া টুডে”-কে দেওয়া একটি সাক্ষাৎকারে রাকেশ টিকেত বলেন,”৪ লক্ষ নয়, ৪০ ট্রাক্টরের মিছিল বেরোবে এবার।

“ইন্ডিয়া টুডে”-কে দেওয়া ওই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “আন্দোলনজীবি” মন্তব্যকে কটাক্ষ করে রাকেশ টিকেত পাল্টা জবাব দিয়ে বলেছেন,”উনি জীবনে কখনো কোনো আন্দোলনে শরিক হননি। উনি শুধু দেশটাকে ভাঙছেন। উনি কি করে আন্দোলনজীবিদের ব্যাপারে জানবেন? ভগৎ সিং, লালকৃষ্ণ আদবানিরা আন্দোলন করেছিলেন।”

ওই সাক্ষাৎকারে ফের একবার ২ অক্টোবর পর্যন্ত আন্দোলন চালাবার দেন কৃষক নেতা রাকেশ টিকেত। তিনি বলেন নির্দিষ্ট সময়সীমার পরেও প্রতিবাদ চলবে। দফায় দফায় আন্দোলনকারীরা দিল্লির সীমান্তে ফিরবেন।

“ইন্ডিয়া টুডে”-কে দেওয়া সাক্ষাৎকারে গতকাল সংসদে নরেন্দ্র মোদির এমএসপি নিয়ে দেওয়া আশ্বাসবাণীর জবাবে রাকেশ টিকেটের মন্তব্য,”দেশবাসীর খিদের সঙ্গে ব্যবসা নয়। খিদে বাড়লে, আনাজের দামও বাড়বে। এই দেশে খিদে নিয়ে যাঁরা ব্যবসা করবেন তাঁরা যেন দেশ ছেড়ে চলে যান। দিনে তিন থেকে চারবার বিমানের টিকিটের দাম ধার্য করা হয়, সেভাবে ফসলের দামের কেন সিদ্ধান্ত নেওয়া হয় না?”

Related Articles

Back to top button
error: