HighlightNewsরাজ্য

তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর অসন্তোষ জানিয়ে দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন ফিরহাদ হাকিম জামাতা ইয়াসির হায়দর

টিডিএন বাংলা ডেস্ক: শুক্রবার তৃণমূলের ২৯১ জন প্রার্থী তালিকা প্রকাশ করেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই প্রার্থী তালিকায় নাম না থাকা বিধায়করা খুব এবং অসন্তোষ প্রকাশ করতে শুরু করেন। সেই তালিকা থেকে বাদ পড়েননি রাজ্যের নগর উন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসির হায়দর। প্রার্থী তালিকায় নাম না থাকায় প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছিলেন তিনি। এরপর আজ শনিবার বিকেল পাঁচটা নাগাদ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন বলে জানিয়ে দেন ইয়াসিন হায়দার। এর আগে গভীর রাতে নেট মাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়ে ইয়াসির লিখেছিলেন,”এক জন বুদ্ধিমান মানুষ বলেছিলেন, তারকা বা বিখ্যাত হলে সহজেই টিকিট পাওয়া যায়। তখন ওঁর কথা গুরুত্ব দিয়ে শোনা উচিত ছিল আমার। যাঁরা বছরের ৩৬৫ দিন ২৪ ঘণ্টা দলের জন্য অক্লান্ত পরিশ্রম করে যান, দিনের শেষে উপেক্ষিতই থেকে যান তাঁরা। এটাই কঠিন বাস্তব।”শুধু তাই নয় নির্বাচনের নামে এই মুহূর্তে তামাশা চলছে বলেও কটাক্ষ করেছিলেন তিনি।

 

https://www.facebook.com/122833158143429/posts/1130729257353809/

 

এরপর শনিবার বিকেলে নিজের ফেসবুক পেজে দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার বার্তা দিয়ে তিনি লেখেন,”সকলকে জানাতে চাই যে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর কোনও ভাবেই যুক্ত নই আমি। তাই তৃণমূলের সঙ্গে সংযোগ রয়েছে এমন কোনও ব্যাপারে আমাকে আর জড়াবেন না।”এর পাশাপাশি তাঁর মন্তব্য যদি কাউকে আঘাত করে, বা কেউ যদি তাকে উদ্ধত বলে মনে করে থাকেন, তার জন্য সকলের কাছে ক্ষমা প্রার্থনাও করেছেন তিনি।

 

https://www.facebook.com/122833158143429/posts/1131152527311482/

 

এদিকে খোদ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের জামাতার এহেন তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করার পর তার এই সিদ্ধান্ত নিয়ে জল্পনা চরমে উঠেছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, তিনি নিজেই দল ত্যাগ করলেন নাকি তাকে দল থেকে অপসারিত করা হলো? তবে এ নিয়ে ফিরহাদ হাকিম বা তার পরিবারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্রের খবর অনুযায়ী,গত বছরের মাঝামাঝি সময় থেকেই ফিরহাদ জামাতা ইয়াসিন হায়দরের সাথে দলের সম্পর্কে অবনতি ঘটতে শুরু করে। এমনকি তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করা হয় তাঁকে। তবে এ বিষয়ে নিজের জামাই ইয়াসিন হায়দরকে প্রশ্রয় না দিয়ে বরং দলের সিদ্ধান্তকেই নতমস্তকে মেনে নিতে দেখা গেছে ফিরহাদ হাকিমকে।

Related Articles

Back to top button
error: