HighlightNewsদেশ

ভালো হয় যদি আমরাও ট্রাম্পের এই হার থেকে কিছু শিখি; ট্রাম্পের বিদায় নিয়ে মোদিকে খোঁচা শিবসেনার

টিডিএন বাংলা ডেস্ক: মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে দনাল ট্রাম্পের হার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বিহার ভোটের প্রসঙ্গ টেনে এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করল শিবসেনার মুখপত্র ‘সামনা’। দলীয় মুখপত্র ‘সামনা’য় বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প দেশের শীর্ষপদে বসার কোনো যোগ্যতাই ছিলনা তাই মাত্র চার বছরে নিজের ভুল শুধরে নিয়েছে সে দেশের মানুষ। ট্রাম্প ভোটারদের দেওয়া কোনো প্রতিশ্রুতিই রাখতে পারেননি। ভালো হয় যদি আমরাও যদি ট্রাম্পের এই হার থেকে কিছু শিক্ষা নিই।

ট্রাম্পের এই হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ‘সামনা’য় আরো বলা হয়েছে, অতিমারীর সময় আমেরিকায় বেকারত্ব ভয়ংকর জায়গায় চলে গেলেও ত নিয়ে হুঁশ করেননি ট্রাম্প। বেকারত্বের বিষয়ের ওপর গুরুত্ব না দিয়ে শুধু কৌতুক করে গেছেন। এই প্রসঙ্গে বিহার নির্বাচনের বিষয় উল্লেখ করা হয়েছে। সামনায় বলা হয়েছে, আমেরিকায় ক্ষমতার বদল হয়েছে আর বিহারে নীতিশ কুমারের ক্ষমতার দাপট দিকে হয়ে এসেছে। এটা স্পষ্ট যে বিহারে নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ হারতে চলেছে। তাই তারা ছাড়া আর কোনো বিকল্প নেই এমন ধারণা পাল্টে দিতে পারে মানুষ।

এরপর ফের ট্রাম্প প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে এদেশে ট্রাম্পের অভ্যর্থনা নিয়েও নরেন্দ্র মোদীকে কটাক্ষ করতে ছাড়েনি শিবসেনার মুখপত্র ‘সামনা’। ডোনাল্ড ট্রুম্পকে একজন বিপথগামী মানুষ হিসাবে উল্লেখ করে ‘সামনা’য় বলা হয়েছে, এটা ভুললে চলবে না যে ট্রাম্পকে আমাদের দেশে কী ভাবে অভ্যর্থনা করা হয়েছিল। কোনও বিপথে চলা মানুষের পাশে দাঁড়ানো আমাদের সংস্কৃতির অঙ্গ নয়, কিন্তু তাও এটা করা হয়েছিল।

এ প্রসঙ্গে ফের বিহারের নির্বাচন নিয়ে মন্তব্য করে ‘সামনা’য় বলা হয়েছে, ট্রাম্পকে যেভাবে হারিয়ে নিজেদের ভুল শুধরে নিয়েছে আমেরিকার মানুষ সেভাবেই বিহারে ইন্ডিয়াকে হারিয়ে নিজেদের ভুল শুধরে নেবে মানুষ। নরেন্দ্র মোদী নীতীশ কুমারের মতো নেতারা তেজস্বী যাদবের সামনে দাঁড়াতেই পারবেন না।

Related Articles

Back to top button
error: