HighlightNewsদেশ

জোট সঙ্গী কংগ্রেসকে নিয়েই ফেব্রুয়ারির শেষ রবিবার ব্রিগেড সমাবেশ করতে চলেছে বামেরা

টিডিএন বাংলা ডেস্ক: বিধানসভা ভোটের আগে রাজ্যের সমস্ত স্তরের কর্মীদের নতুন করে উজ্জীবিত করতে ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার ব্রিগেড সমাবেশ করতে চলেছে বামেরা। এই সমাবেশে জোট সঙ্গী কংগ্রেসকেও সঙ্গে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগেই এধরনের বড় সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছিল ফ্রন্টের বড় শরিক সিপিএম। সেই সিদ্ধান্তে সায় দিয়েছে বাকি আটটি শরিক দল। প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, ফেব্রুয়ারি মাসের শেষে বা মার্চ মাসের প্রথম রবিবার এই সমাবেশ করা হবে। তবে দিল্লির সূত্রে বিধানসভা ভোটের নির্ঘণ্ট মার্চ মাসের গোড়াতেই জারি হয়ে যাওয়ার খবর জানতে পেরে ২৮ ফেব্রুয়ারি রবিবার ব্রিগেড সমাবেশ ডাকা হবে। যদিও এই দিনটি এখনো পর্যন্ত চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায়।

এদিন সিপিএমের এক কেন্দ্রীয় কমিটির নেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন,”একুশের বিধানসভা ভোটের আগে যে বড় সমাবেশ হবে, তা আগেই স্থির ছিল। কিন্তু নির্বাচনী সময়সূচির কথা মাথায় রেখে ব্রিগেড সমাবেশ ফেব্রুয়ারি মাসের শেষ রবিবার করা হচ্ছে।”শুধু তাই নয় এ ধরনের বড় সমাবেশের প্রয়োজনীয়তা সম্পর্কে ওই নেতা আরও বলেন,”তৃণমূল এবং বিজেপি— দু’দলই চাইছে রাজ্যে স্পষ্ট মেরুকরণের ভোট হোক। তাতে দু’পক্ষেরই সুবিধা। কিন্তু তেমন হলে বাম-কংগ্রেস জোটের ক্ষতি হবে। তাই বড় সমাবেশ করে ফ্রন্টের নীচুতলার কর্মীদের বার্তা দিতে হবে যে, আমরাও এই দুই শক্তির বিকল্প হিসেবে লড়াইয়ের ময়দানে রয়েছি। সেই বার্তা দেওয়ার জন্য ব্রিগেড সমাবেশই হচ্ছে শ্রেষ্ঠ উপায়।”

Related Articles

Back to top button
error: