HighlightNewsদেশ

শহরজুড়ে একাধিক ফ্লাইওভার, রাজ্যে ৪৬ হাজার কিলোমিটার নতুন সড়ক তৈরি করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

টিডিএন বাংলা ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে এদিন রাজ্য বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র অসুস্থ থাকায় এদিন নিজেই বাজেট পেশ করেন মুখ্যমন্ত্রী। একুশের নির্বাচনের কথা মাথায় রেখে শিক্ষা, সড়ক, সামাজিক প্রকল্প সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।শিক্ষার পাশাপাশি এদিনের রাজ্য বাজেটে পরিকাঠামোগত উন্নয়নের ওপর জোর দেয়া হয়েছে। ৪৬ হাজার কিলোমিটার রাস্তা তৈরি করার পাশাপাশি কলকাতায় একাধিক উড়ালপুল গঠন করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

কলকাতা শহরকে যানজট থেকে মুক্তি দিতে রুবি থেকে কালিকাপুর পর্যন্ত উড়ালপুল তৈরি করবে রাজ্য সরকার। এছাড়া টালা থেকে ডানলপ পর্যন্ত ৬টি লেনের উড়ালপুল তৈরি করা হবে। এয়ারপোর্ট গেট থেকে যশোর রোড ও ভিআইপি রোড সংযুক্তিকরণের জন্য তৈরি হবে একটি উড়ালপুল। উল্টোডাঙ্গা ও বাঙ্গুর অ্যাভিনিউয়ের মধ্যে ৩ কিলোমিটার সংযোগকারী করিডোর তৈরি করা হবে। সৈয়দ আমির আলি অ্যাভিনিউয়ে মা উড়ালপুল থেকে গুরুসদয় দত্ত রোড পর্যন্ত একটি উড়ালপুল নির্মাণ করা হবে। খিদিরপুরে পুরনো লোহার সেতুর জায়গায় একট নতুন সেতু তৈরি করা হবে। ইএম বাইপাস থেকে নিউ টাউনকে জুড়ে দেওয়া হবে একটি উড়ালপুল দিয়ে। জীবনানন্দ সেতু থেকে টিপু সুলতান মসজিদের কাছ পর্যন্ত প্রিন্স আনোয়ার শা রোড বরাবর আরও একটি উড়ালপুল তৈরি হবে। উল্টোডাঙা থেকে পোস্তা বাজারকে জুড়ে দেওয়া হবে একটি উড়ালপুল দিয়ে। পাইকপাড়া থেকে শিয়ালদহ স্টেশন পর্যন্ত উড়ালপুল।তৈরি হবে গড়িয়া থেকে যাদবপুর পর্যন্ত ফ্লাইওভার। পার্কসার্কাস কানেক্টরে একটি স্কাইওয়াক তৈরি করা হবে।

এদিনের রাজ্য বাজেটে কলকাতায় একাধিক উড়ালপুলের পাশাপাশি পথচারী প্রকল্পের আওতায় রাজ্যের গ্রামীণ এলাকায় ৪৬ হাজার কিলোমিটার নতুন রাস্তা তৈরির প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি রাজ্যের ১০ হাজার কিলোমিটার রাস্তা সংস্কার করার কথাও ঘোষণা করেন তিনি। সবকটি রাজ্যসড়কের সঙ্গে জুড়ে দেওয়া হবে গ্রামীণ রাস্তাগুলিকে। এর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

 

 

 

 

 

Related Articles

Back to top button
error: