HighlightNewsদেশ

বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নিতিশ কুমার; এক নজরে দেখে নিন মন্ত্রী মন্ডলের সদস্যদের

টিডিএন বাংলা ডেস্ক: নীতীশ কুমার আজ বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন। এদিন ১৫ জন মন্ত্রী সহ সপ্তমবারেের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতীশ কুমার। শপথগ্রহণ সমারোহে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, সুশীল মোদি, দেবেন্দ্র ফড়নবিশ সহ বহু বিশিষ্ট নেতারা। এদিনের শপথগ্রহণ সমারোহ বয়কট করে মহাজোট।

বিহারের এই নতুন সরকারে নীতীশ কুমারের সঙ্গে বিজেপির পক্ষ থেকে উপ মুখ্যমন্ত্রী পদে সুশীল মোদির বদলে নিযুক্ত হলেন দুজন উপমুখ্যমন্ত্রী। কাটিহার থেকে চতুর্থবার বিধায়ক হিসেবে নির্বাচিত তারকিশোর প্রসাদ এবং বেতুয়া থেকে চতুর্থবারের জন্য বিধায়ক পদে নির্বাচিত রেনু দেবী। ইতিমধ্যেই তারকিশোর প্রসাদকে বিজেপির আইনসভার নেতা এবং রেনু দেবীকে উপনেতা হিসেবে নির্বাচন করা হয়েছে।

নীতীশ কুমারের নেতৃত্বে এনডিএর এই নতুন সরকারের মন্ত্রী মন্ডলে সামিল হলেন জেডিইউ-এর তরফ থেকে বিজয় চৌধুরী, বিজেন্দ্র যাদব, অশোক চৌধুরী, মেবালাল চৌধুরী এবং শিলা মন্ডল। অপরদিকে বিজেপির পক্ষ থেকে, মন্ত্রী মন্ডলে সামিল হলেন তারকিশোর প্রসাদ (উপমুখ্যমন্ত্রী), রেনু দেবী (উপমুখ্যমন্ত্রী), নন্দকিশোর যাদব (বিধানসভার অধ্যক্ষ), মঙ্গল পান্ডে, রামপ্রীত পাসোয়ান এবং জিবেশ কুমার মিশ্র।

এছাড়া মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন এই মন্ত্রী মন্ডলে সামিল হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মান্ঞ্জির দল হাম-এর তরফ থেকে সন্তোষ মান্ঞ্জি এবং ভিআইপি তরফ থেকে বলিউডের বিখ্যাত সেট ডিজাইনার মুকেশ সাহানি।

করোনা পরিস্থিতির কারণে এদিনের শপথ গ্রহণ অনুষ্ঠান রাজ ভবনের ভেতরে একটি সুসজ্জিত মন্ডপ চত্বরে অনুষ্ঠিত হয়। এর আগে ২০১০ ও ২০১৫ সালে গান্ধী ময়দানে বিপুল সংখ্যক সমর্থক, গণ্যমান্য অতিথি এবং সর্বোপরি বিহারের আমজনতার উপস্থিতিতে নীতীশ কুমার নির্বাচনী জয়ের পরে শপথ গ্রহণ করেছিলেন। তবে শুধুমাত্র শপথ গ্রহণ অনুষ্ঠানের জায়গার পরিবর্তনই এবছরের একমাত্র পরিবর্তন নয়। প্রত্যেকবারের মতো এবছর আর জেডিইউ এনডির শরিক দলগুলোর মধ্যে সবথেকে বেশি সংখ্যক ভোট নিয়ে এগিয়ে আসতে পারেনি। এনডিএর শরিক দলগুলোর মধ্যে এবার প্রথম স্থানে রয়েছে বিজেপি তারপর জেডিইউ। সম্প্রতি হওয়া বিহার বিধানসভা নির্বাচনে ১২৫ আসনে এনডিএ জয়লাভ করলেও জেডিইউএর কপালে জোটে মাত্র ৪৩ টি আসন যেখানে বিজেপি ৭৫ আসন পেয়ে এগিয়ে আসে।

Related Articles

Back to top button
error: