HighlightNewsদেশ

ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্তে দেড়শ’ মিটার লম্বা সুড়ঙ্গ! এই সুড়ঙ্গ দিয়েই নাগরোটায় এসেছিল আতঙ্কবাদীরা

টিডিএন বাংলা ডেস্ক: জম্মু-কাশ্মীরের সাম্বা জেলায় ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত ১৫০ মিটার লম্বা একটি সুড়ঙ্গ আবিষ্কার হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, এই সুড়ঙ্গটি ব্যবহার করেই জম্মু-কাশ্মীরের নাগরোটায় এসেছিল আতঙ্কবাদীরা। সার্চ অপারেশান চলাকালীন সুড়ঙ্গটি খুঁজে পাওয়া গেছে। বালির বস্তা এবং কাঠ সুরঙ্গের মুখে চাপা দিয়ে এই সুড়ঙ্গটিকে লুকিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল। সূত্রের খবর অনুযায়ী ওই বাড়ির বস্তাগুলো পাকিস্তানের ঠিকানা ছাপানো রয়েছে। সুড়ঙ্গের মধ্যে যাতায়াতের জন্য রীতিমতো সিঁড়ি তৈরি করা হয়েছিল। এই সুড়ঙ্গ দিয়েই পাকিস্তান থেকে যাতায়াত করত আতঙ্কবাদীরা।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরের দিকে জম্মুর নাগরোটায় এনকাউন্টারে নিহত চার আতঙ্কবাদী পাকিস্তানের শকরগড় এলাকা থেকে ভারতীয় সীমান্তে অনুপ্রবেশ করে ছিল। সীমান্ত বাহিনীর নজর এড়িয়ে জম্মুতে প্রবেশ করার জন্য আতঙ্কবাদীরা জম্মু থেকে শকরগড় এলাকার দিকে প্রবাহিত একটি ড্রেনে আশ্রয় নিয়েছিল। উল্লেখ্য শকরগড় এলাকায় পাকিস্তানি রেঞ্জার্সের একটি হেডকোয়ার্টার রয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার ও বৃহস্পতিবার মধ্যরাতে পাকিস্তানের শকরগড়ের একটি লঞ্চিং প্যাড থেকে জম্মু সীমান্তে প্রবেশ করেছিল ওই আতঙ্কবাদীরা। এরপর জম্মু থেকে শকরগড় এলাকার দিকে প্রবাহিত একটি ড্রেনে আশ্রয় নিয়ে এবং পরে ড্রেন পেরিয়ে জম্মু পাঠানকোট জাতীয় মহাসড়কে এসে পৌঁছয় আতঙ্কবাদীরা। এরপর তারা জম্মু থেকে একটি ট্রাকের নকল নম্বর প্লেট লাগিয়ে শ্রীনগরের দিকে যাত্রা শুরু করে। ওই ট্রাক জম্মুর নাগরোটার ব্যানারোটার টোল প্লাজায় পৌঁছার সাথে সাথে সুরক্ষা বাহিনী এই ট্রাকটিকে ঘিরে ফেলে এবং এতে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের আত্মসমর্পণ করতে বলে। ট্রাকের চারপাশে এভাবে সেনাবাহিনীকে ঘিরে দাঁড়াতে দেখে ট্রাকের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তবে ট্রাকের মধ্যে লুকিয়ে থাকা ঐ চার আতঙ্কবাদীকে গুলি করে হত্যা করে সেনা।

Related Articles

Back to top button
error: