HighlightNewsদেশ

অপহৃত মেয়ের খোঁজ করতে মোটা অঙ্কের ঘুষ চাইলো পুলিশ! মানসিক চাপ সহ্য করতে না পেরে আত্মঘাতী বাবা

টিডিএন বাংলা ডেস্ক: মেয়ের অপহরণের খবর জানিয়ে পুলিশের কাছে সাহায্য চাইতে গেলে উল্টে পুলিশি এক লক্ষ টাকা ঘুষ চেয়ে বসল। যোগীর রাজ্য উত্তরপ্রদেশের মৌ চাঁদপুরে এমনই ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত পুলিশের নাম রামরতন সিংহ। তিনি রামনগর পুলিশ আউটপোস্টের দায়িত্বপ্রাপ্ত অফিসার। ওই গ্রামের স্থানীয়দের কাছ থেকে জানা গিয়েছে মেয়েটির বাবার কাছে ওই পরিমাণ বিপুল অর্থ না থাকায় এবং মেয়ের কোনো খোঁজ খবর না পেয়ে মানসিক চাপ সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য হন মেয়েটির বাবা। স্থানীয়রা আরো অভিযোগ করেছেন, এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই রামনগর পুলিশ আউটপোস্টের ওই অভিযুক্ত অফিসার ঘটনাস্থলে পৌঁছে তার বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা করেন এবং প্রথমেই সুইসাইড নোটটি খুঁজে তা ছিঁড়ে ফেলেন।

গত ৯ এপ্রিল উত্তরপ্রদেশের মৌ চাঁদপুরের বাসিন্দা শিশুপালের ২২ বছরের মেয়ে নিখোঁজ হয়ে যায়। ওই দিনই তিনি এই ঘটনার কথা জানিয়ে পুলিশের কাছে একটি ডায়েরি করতে যান। তিনি পুলিশকে জানিয়েছিলেন, একটি বাইকে বান্টি, মুকেশ এবং দীনেশ নামে তিন যুবক এসে তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। অভিযোগ, এর পর থেকেই অভিযুক্ত পুলিশ অফিসার গোপনে তাঁকে মোটা টাকা দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন।

Related Articles

Back to top button
error: