HighlightNewsদেশ

রাজ্যপালকে ফোন করে ভোট-পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

টিডিএন বাংলা ডেস্ক: রাজ্য বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরই রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী-সমর্থকেরা তৃণমূলের দ্বারা আক্রান্ত হয়েছে বলে অভিযোগ করে বিজেপি। পাল্টা আক্রমণের তরফ থেকেও বিজেপির বিরুদ্ধে তাদের কর্মীদের ওপর হামলার অভিযোগ করা হয়। এরইমধ্যে রাজ্যপাল জাগদীপ ধনখরকে ফোন করে ভোট-পরবর্তী বাংলায় রাজনৈতিক হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন রাজ্যপাল জাগদীপ ধনখর। তিনি বলেন, প্রধানমন্ত্রী ফোন করে রাজ্যের আইন-শৃঙ্খলার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি নিজেও প্রধানমন্ত্রীকে হিংসা, ভাঙচুর অগ্নিসংযোগ, লুঠ ও খুনের ঘটনার কথা জানিয়েছেন বলে মন্তব্য করেন। তিনি আরো বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

অন্যদিকে, রাজ্যপালের এই টুইটের জবাবে পাল্টা প্রধানমন্ত্রীকে কটাক্ষ ছুঁড়ে তৃণমূল নেতা ডেরেক ও’ব্রায়েন একটি টুইট করে লেখেন,”প্রধানমন্ত্রী ‘রাজনৈতিক হিংসা’ নিয়ে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে ফোন করেছেন (২১৪ শতাংশ অতিরঞ্জিত)। বরং কোভিড পরিস্থিতি নিয়ে ফোন করুন।”

উল্লেখ্য, এদিন সকালেও একটি টুইট করে রাজ্যে ভোট-পরবর্তী হিংসার ঘটনার তীব্র নিন্দা করেন রাজ্যপাল। এ ধরনের ঘটনা রুখতে রাজ্য ও কলকাতা পুলিশকে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে বলে রাজ্যপাল লেখেন,পশ্চিমবঙ্গ পুলিশ ও রাজ্য পুলিশকে এই অর্থহীন রাজনৈতিক হিংসা, ভাঙচুর, অগ্নিসংযোগ, হত্যা ও হুমকি প্রতিরোধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। এ ধরনের ঘটনা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক। সারা বিশ্বের সমগ্র বঙ্গ সমাজই আইন-শৃঙ্খলার অভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। শুধু পশ্চিমবঙ্গেই কেন ভোট-পরবর্তী হিংসা? গণতন্ত্রের ওপর এই নিগ্রহ কেন?

প্রসঙ্গত, ইতিমধ্যেই ভোট পরবর্তী হিংসার কথা জানিয়ে সোমবার একটি সাংবাদিক বৈঠক করে বিজেপি। এমনকি রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী সমর্থকদের ওপর হওয়া অত্যাচার ও হিংসার ঘটনাগুলি একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় রাজ্যপালকেও। সোমবারই ভোট-পরবর্তী হিংসাত্মক ঘটনাগুলির বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এর পরিপ্রেক্ষিতে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সোমবার সাংবাদিক সম্মেলনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেন, ভোটের ফলাফল ঘোষণার পর বিজেপির ৬ জন কর্মীকে খুন করা হয়েছে।এছাড়া জেলায় জেলায় বিজেপি কর্মীদের বাড়িঘর, দোকানপাট, এমনকি বিজেপির দলীয় কার্যালয় ভেঙে ফেলা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

অপরদিকে, বিজেপি কর্মীদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনে জোড়াফুল শিবির। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সোমবার সাংবাদিক সম্মেলনে বলেন, পূর্ব বর্ধমানে তৃণমূলের কর্মীদের খুন করা হয়েছে। বিজেপি এখনো অত্যাচার চালিয়ে যাচ্ছে। এমনকি শীতলকুচি তে ও বিজেপি লাগাতার অত্যাচার চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো। শুধু তাই নয় এর পেছনে কোচবিহারের এসপিরিন ধন রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

 

 

 

Related Articles

Back to top button
error: