HighlightNewsদেশ

“ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হৃদস্পন্দন হয়”; কৃষক মহা পঞ্চায়েত সভায় এ মন্তব্য প্রিয়াঙ্কা গান্ধীর

টিডিএন বাংলা ডেস্ক: ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হৃদস্পন্দন হয়। উত্তরপ্রদেশের সাহারানপুরে কৃষক মহা পঞ্চায়েতে ভাষণ দিতে গিয়ে কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী এমনটাই মন্তব্য করেন। তিনি বলেন কৃষি আইন শুধুমাত্র বিত্তবানদের ক্ষেত্রেই লাভজনক হবে।

সাহারানপুর আয়োজিত কৃষকদের এই মহা পঞ্চায়েত সভা থেকে প্রিয়াঙ্কা গান্ধীর ভাদ্রা আরো বলেন, “যে তিনটি কৃষি আইন সরকার বানিয়েছে সেগুলি রাক্ষস রুপি আইন যে কৃষকদের মারতে চায়। প্রথম আইন বিজেপি নেতৃত্বের পুঁজিপতি মিত্রদের জন্য হোর্ডিংয়ের দরজা উন্মুক্ত করবে।”

তিনি আরো বলেন,”কৃষকদের বদনাম করা হচ্ছে। আজ কৃষকদের দেশদ্রোহী বলা হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী পুরো বিশ্ব ভ্রমণ করেছেন কিন্তু কৃষকদের কাছে আসেন নি।”

প্রিয়াঙ্কা গান্ধীর দাবি,”মোদি সরকার সব কিছু বিক্রি করে দিতে চায়। এতে শুধুমাত্র কিছু কোটিপতিদের লাভ হবে।”

Related Articles

Back to top button
error: