HighlightNewsদেশ

দেশজুড়ে অক্সিজেনের ঘাটতি মেটাতে “অক্সিজেন এক্সপ্রেস” চালাবে রেল

টিডিএন বাংলা ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে গত দু সপ্তাহের দ্বিগুণ হারে বেড়ে গিয়েছে করোনার সংক্রমণ।যার ফলে দেশের বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলিতে সৃষ্টি হয়েছে চরম অক্সিজেনের ঘাটতি। নেই পর্যাপ্ত বেড। এই পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই সতর্ক হয়েছে কেন্দ্র সরকার। তবে করোনা রোগীদের জন্য অক্সিজেনের ঘাটতি মেটাতে এবার অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে রেলমন্ত্রক। গ্রিন করিডোর তৈরি করে দেশের বিভিন্ন প্রান্তে এক বিশেষ এক্সপ্রেসের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে তরল অক্সিজেন সিলিন্ডার বোঝাই ট্রাক। এই বিশেষ এক্সপ্রেসের পোষাকি নাম “অক্সিজেন এক্সপ্রেস”। রেলমন্ত্রক সূত্রে জানা গিয়েছে, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ সহ বেশকিছু রাজ্যের পক্ষ থেকে রেল মন্ত্রকের কাছে জরুরী ভিত্তিতে অক্সিজেন ট্যাংকার পৌঁছে দেওয়ার আর্জি জানানো হয়েছিল। সেই আবেদনে সাড়া দিয়ে এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। আপাতত মুম্বাইয়ের আশেপাশে কালাম্বলি এবং বোইসর রেল স্টেশন থেকে খালি ট্যাংকারগুলি নিয়ে সেগুলি লোড করতে পাঠানো হবে ভাইজাগ এবং জামশেদপুর, রাউরকেলা এবং বোকারোতে। প্রাথমিকভাবে দশটি ট্যাংকার লোড করা হয়েছে। এই ট্যাংকারগুলি গ্রিন করিডোরের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে।

Related Articles

Back to top button
error: