HighlightNewsদেশ

পোলিও ড্রপের বদলে স্যানিটাইজার খাওয়ানো হলো ১২ শিশুকে

টিডিএন বাংলা ডেস্ক: ১২ জন শিশুকে পোলিও ড্রপের বদলে খাওয়ানো হলো স্যানিটাইজার। প্রতিটি শিশুর বয়স পাঁচ বছরেরও কম। জানা গেছে, পোলিওর বোতলে ওষুধের বদলে নাকি ভরা ছিল স্যানিটাইজার। এই ভয়াবহ ঘটনাটি ঘটেছে দেশের বাণিজ্য নগরী মহারাষ্ট্রের মুম্বাই থেকে ৭০০ কিলোমিটার দূরে অবস্থিত যুবতমল জেলায়। তবে এই ঘটনা ভুলবশত ঘটেছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোন চক্রান্ত তা জানতে চলছে তদন্ত।

রবিবার একটি প্রাইমারি স্কুলের পোলিও ক্যাম্পেইন ঘটনাটি ঘটার পর তড়িঘড়ি ওই শিশুদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ১২ জন শিশুর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। এই ঘটনায় তিনজন স্বাস্থ্য কর্মীকে আটক করা হয়েছে।

এই ঘটনার পর যুবতমল জেলা পরিষদের সিইও শ্রীকৃষ্ণ পাঞ্চাল বলেন,পাঁচ বছরের কম বয়স্ক শিশুদের পোলিও ড্রপ এর স্যানিটাইজার খাওয়ানো হয়েছে।একজন শিশু হঠাৎ বমি শুরু করে এবং এর পরে তার শরীর খারাপ হয়ে যায়। এর পরেই প্রকাশ্যে আসে গোটা ঘটনাটি। বন্ধ করে দেওয়া হয় পোলিও ক্যাম্প। ওই ১২ জন শিশুর চিকিৎসা চলছে।

Related Articles

Back to top button
error: