HighlightNewsদেশ

“চপ্পল পড়ে, হাতে লাঠি নিয়ে, পায়ে হাঁটা মানুষ নিজেকেও বাঁচাতে পারেন না জঙ্গলকেও বাঁচাতে পারেন না”; বনদপ্তর কর্মীদের সুরক্ষা প্রসঙ্গে মন্তব্য সুপ্রিম কোর্টের

টিডিএন বাংলা ডেস্ক: সারাদেশের ফরেস্ট গার্ড এবং রেঞ্জার্সদের সুরক্ষা প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করেছে শীর্ষ আদালত। জঙ্গলের সুরক্ষা করার সময় অধিকাংশ ক্ষেত্রে শিকারীদের সঙ্গে মোকাবিলা করতে গিয়ে নিজেরাই স্বীকার হয়ে যান বনদপ্তরের কর্মীরা। এই প্রসঙ্গে বনদপ্তর কর্মীদের সুরক্ষার বিষয়ে নিয়ে অবহেলা নিয়ে প্রবল অসন্তুষ্টি প্রকাশ করেছে শীর্ষ আদালত। বনকর্মীদের জন্য অস্ত্র সরবরাহের নির্দেশ দেওয়ার ইঙ্গিত দিয়েছে আদালত। বন্যজীব শিকার, বনাঞ্চল দখল, বনদপ্তরের কর্মীদের ওপর হামলা ইত্যাদির মতো বিভিন্ন বিষয় নিয়ে দায়ের করা একটি মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি এসএ বোবড়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেছেন, চপ্পল পড়ে, হাতে লাঠি নিয়ে, পায়ে হাঁটা মানুষ নিজেকেও বাঁচাতে পারেন না জঙ্গলকেও বাঁচাতে পারেন না। তিনিএ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, কিছুদিন আগে তিনি কর্নাটকের একটি রিজার্ভ ফরেস্টে ছিলেন। সেসময় তিনি একজন ফরেস্ট গার্ড কে পায়ে চটি পড়ে, লাঠি নিয়ে পায়ে হেঁটে ডিউটি করতে দেখেছেন। তিনি আরো বলেন কর্ণাটক মহারাষ্ট্র মধ্যপ্রদেশেও এ ধরনের ঘটনা ঘটেছে। যেখানে বনদপ্তরের কর্মীরা শিকারিদের আক্রমণের শিকার হয়েছেন। পুরো দেশেরই এই অবস্থা।

 

 

Related Articles

Back to top button
error: