HighlightNewsদেশ

“রাজ্যগুলিকে চিকিৎসার অক্সিজেনের চাহিদা নিয়ন্ত্রণে রাখতে হবে”; কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গয়ালের মন্তব্যে রোষ প্রকাশ নেটাগরিকদের

টিডিএন বাংলা ডেস্ক: দেশজুড়ে বিভিন্ন রাজ্যে যখন করোনার দ্বিতীয় ঢেউ এর প্রভাবে লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে সংক্রমিত সংখ্যা এবং তার পাশাপাশি সৃষ্টি হয়েছে বিপুল পরিমাণে অক্সিজেনের ঘাটতি সেসময় এই পরিস্থিতি মোকাবেলার জন্য অভিনব দাওয়াই দেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল। রবিবার একটি ভিডিও কনফারেন্সে দেশের অক্সিজেনের ঘাটতি সঙ্গে মোকাবিলা করার জন্য পীযূষ গয়িল পরামর্শ দেন, রাজ্যগুলিকে চিকিৎসার অক্সিজেনের চাহিদা নিয়ন্ত্রণে রাখতে হবে।পাশাপাশি রাজ্য সরকারগুলিকে অক্সিজেনের অপচয় যাতে না হয় সে বিষয়ে নজর রাখার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

এদিকে পীযূষ গোয়েলের এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই কোভিড রোগীদের চিকিৎসায় অক্সিজেনের নিয়ন্ত্রণ কিভাবে সম্ভব তা জানতে চেয়ে নিজেদের রোষ উগড়ে দিয়েছেন নেটাগরিকরা। অনেকেই জিজ্ঞাসা করেছেন ‘একজন রোগী কতটা অক্সিজেন নেবেন সেটাও কি নির্ধারণ করে দেবেন কেন্দ্রীয় মন্ত্রী?’ আবার অনেকে বিদ্রুপ করে লিখেছেন ‘এবার থেকে কম শ্বাস নিন প্রত্যেকে।’

নেটাগরিকদের পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়ালের এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিংহ। কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়ালের ওই মন্তব্য উল্লেখ করে একটি টুইট করে তিনি লিখেছেন,”হাউ স্টুপিড পীযূষজি! প্রয়োজনের উপরে নির্ভর করে অক্সিজেনের চাহিদা। সেটা কী ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? প্রথম দিন থেকে চিকিৎসকেরা বলে আসছেন কোভিড রোগীদের চিকিৎসার অন্যতম অস্ত্র অক্সিজেন। কিন্তু কেন্দ্র জরুরি পরিস্থিতি মোকাবিলার কোনও পরিকল্পনাই করে উঠতে পারেনি।”

কংগ্রেস নেতা মণীশ তিওয়ারি এপ্রসঙ্গে টুইট করে লিখেছেন,”পীযূষ গয়াল দায় এড়াচ্ছেন। মানুষ মারা যাচ্ছেন, এ সময় এটা মেনে নেওয়া যায় না। এক জন কেন্দ্রীয় মন্ত্রীর কাছে এমনটা আশা করা যায় না।”

নেটাগরিক এবং বিরোধীদের যৌথ সমালোচনার মুখে পড়ে কয়েক ঘণ্টার মধ্যেই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গয়াল। তিনি বলেন,”রোগীদের ততটুকুই অক্সিজেন দিতে হবে, যতটা তাঁদের দরকার। কিছু জায়গা থেকে অপচয়ের খবর আসছে। কিছু ক্ষেত্রে দরকার না-থাকা সত্ত্বেও অক্সিজেন দেওয়ার খবর আসছে।”

তবে পীযূষ গোয়েল এর এই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা খুব একটা সফল হয়নি। কেন্দ্রীয় মন্ত্রীর অক্সিজেনের অপচয় অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন নেটাগরিকরা। হ্যাশট্যাগ ‘রিজাইনমোদি’ লিখে একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্যের বিরুদ্ধে সরব হচ্ছেন নেটিজেনরা।

 

 

 

 

 

Related Articles

Back to top button
error: