HighlightNewsদেশ

বাংলা, তামিলনাড়ু, কেরল এবং আসামের জন্য ২.২৭ লক্ষ কোটি বরাদ্দ করল কেন্দ্র

টিডিএন বাংলা ডেস্ক: আজ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২১-২০ আর্থিক বর্ষের বাজেট পেশ করেছেন। এ বছরের বাজেটে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরল এবং আসামের জন্য ২.২৭ লক্ষ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। নির্বাচনী রাজ্যগুলিকে রাস্তা তৈরির জন্য এই বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে এ বছরের বাজেটে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন,”পশ্চিমবঙ্গে কলকাতা-শিলিগুড়ির জন্য ন্যাশনাল হাইওয়ে প্রজেক্ট হবে। পশ্চিমবঙ্গে মহাসড়ক নির্মাণের জন্য ২৫০০০ কোটি টাকা ব্যয় করা হবে। বাংলায় ৬৭৫ কিলোমিটার মহাসড়ক নির্মাণ করা হবে।”

এর পাশাপাশি, তামিলনাড়ু, কেরল এবং আসামের জন্য বাজেট ঘোষণা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন,”৩৫০০ কিলোমিটার ন্যাশনাল হাইওয়েজ প্রজেক্টের আওতায় তামিলনাড়ুতে ১.০৩ লাখ টাকা খরচ করা হবে। এই নির্মাণকার্য আগামী বছর শুরু হবে। ১১০০ কিলোমিটার ন্যাশনাল হাইওয়ে কেরলে নির্মাণ করা হবে। এজন্য মুম্বই-কন্যাকুমারী করিডোর প্রস্তুত করা হবে। কেরল এ বাবদ ৬৫ হাজার কোটি টাকা খরচা করা হবে। ৩৪ হাজার কোটি টাকা অসমে ন্যাশনাল হাইওয়ে প্রস্তুত করতে খরচা করা হবে।”

Related Articles

Back to top button
error: