HighlightNewsদেশ

কোভ্যাকসিনের টিকায় পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে কোম্পানি তার ক্ষতিপূরণ দেবে; বড়সড় ঘোষণা করল ভারত বায়োটেক

টিডিএন বাংলা ডেস্ক: আজ থেকে সারাদেশে ভ্যাকসিনেশনের কাজ শুরু হয়ে গিয়েছে। একদিকে শ্রীরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং অপরদিকে ভারত বায়োটেকের কোভ্যাকসিনের করোনা টিকা পৌঁছে দেওয়া হয়েছে দেশের বিভিন্ন প্রান্তে। এই পরিস্থিতিতে ভারত বায়োটেক এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যদি কোন ব্যক্তির শরীরে কোভ্যাকসিনের করোনা টিকা নেওয়ার পরকোনরকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় তাহলে তার ক্ষতিপূরণ দেওয়া হবে কোম্পানির পক্ষ থেকে। আপাতত সরকারের সাথে সারা দেশে ৫৫ লক্ষ ডোজ সরবরাহ করার চুক্তি করেছে ভারত বায়োটেক। যে সমস্ত মানুষের শরীরে কোভ্যাকসিনের টিকা লাগানো হচ্ছে তাঁদের ভ্যাকসিন নেওয়ার আগে একটি ফর্ম ফিলাপ করতে হচ্ছে। ওই ফর্মে ভারত বায়োটেকের পক্ষ থেকে বলা হয়েছে,”যেকোনোরকম বা মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া দেখা দিলে আপনাকে সরকার অনুমোদিত কেন্দ্র এবং হাসপাতালে চিকিৎসা গতভাবে স্বীকৃত যত্ন প্রদান করা হবে।”শুধু তাই নয়, ওই সম্মতিপত্রে আরো বলা হয়েছে,”ভ্যাকসিনের মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া প্রমাণিত হলে বিবিআইএল কর্তৃক ক্ষতিপূরণ প্রদান করা হবে।”

Related Articles

Back to top button
error: