HighlightNewsদেশ

১৬ জানুয়ারি থেকে শুরু হবে গোটা দেশে করোনার টিকা করণ প্রক্রিয়া; টুইট করে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

টিডিএন বাংলা ডেস্ক: অবশেষে এতদিনের অপেক্ষার অবসান। ১৬ জানুয়ারি থেকে শুরু হবে গোটা দেশে করোনার টিকাকরণ প্রক্রিয়া। দেশের বিভিন্ন রাজ্যে কোভিড-১৯-এর পরিস্থিতি এবং টিকা করণের প্রস্তুতি সম্পর্কে সমীক্ষার ফলাফলের ভিত্তিতে টুইট করে এই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বলেছেন করোনা ভাইরাসের বিরুদ্ধে এটা ভারতের সবথেকে বড় পদক্ষেপ। তিনি বলেন, এই টিকাকরণ প্রক্রিয়া ডাক্তার, হেলথ ওয়ার্কার্স, ফ্রন্টলাইন ওয়ার্কার্স(সাফাই কর্মচারী সহ)-দের অগ্রাধিকার দেওয়া হবে।

এ প্রসঙ্গে একটি টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন,”১৬ জানুয়ারি ভারত কোভিড-১৯-এর সঙ্গে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে। ওই দিন থেকে ভারতের রাষ্ট্রব্যাপী টিকাকরণ অভিযান শুরু হবে। আমাদের বাহাদুর চিকিৎসক, হেলথকেয়ার ওয়ার্কার্স, সাফাই কর্মচারীসহ ফ্রন্টলাইন ওয়ার্কার্সদের অগ্রাধিকার দেওয়া হবে।”

Related Articles

Back to top button
error: