HighlightNewsদেশ

দেশে ৭ মাসে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ, মহারাষ্ট্রে জারি হতে পারে লকডাউন

টিডিএন বাংলা ডেস্ক: করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে গত সাত মাসে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ দেশে। গত বছর সেপ্টেম্বর মাসে করোনার সংক্রমণের হার যে জায়গায় পৌঁছেছিল এবারও ক্রমেই সেদিকেই অগ্রসর হচ্ছে পরিস্থিতি। এই পরিস্থিতির সাথে মোকাবিলা করতে ইতিমধ্যেই দেশের বেশ কিছু শহরে জারি করা হয়েছে রাত্রিকালীন কার্ফু। তবে এখনই লকডাউনের পথে হাঁটতে নারাজ কেন্দ্র। এদিকে গতকাল এনিয়ে বৈঠকের পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানিয়েছেন, এ ভাবে চলতে থাকলে খুব শীঘ্রই লকডাউন জারি হতে পারে রাজ্যে।

এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গত চব্বিশ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৯ হাজার ১২৯ জন। দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৩ লক্ষ ৯২ হাজার ২৬০ জন। গত বছর ১৭ সেপ্টেম্বরের পর করোনার সংক্রমণের হার ধীরে কমতে শুরু করলেও বিগত কয়েক সপ্তাহে ফের মাথা চারা দিয়ে উঠছে করোনায় আক্রান্তের সংখ্যা। দেশের দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯১৩ জন। কর্নাটকে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় ৫ হাজার। ছত্তীসগঢ়ে ৪ হাজারের বেশি মানুষ আক্রান্ত। দিল্লিতে শনিবার নতুন করে আক্রান্ত হয়েছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ। তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ, পঞ্জাবেও সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৭১৪ জনের। ৭১৪ জনের মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৪৮১ জনের।

Related Articles

Back to top button
error: